সোমবার "দিদিকে বলো"(DidiKeBolo) হেল্পলাইন চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: সাধারণ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে “দিদিকে বলো”(DidiKeBolo)হেল্পলাইন চালু করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দল এবং নেতা কর্মীদের প্রতি সাধারণ মানুষের অভিযোগের পাশাপাশি বিভিন্ন দাবিদাওয়াও তুলে ধরা যাবে ওই হেল্পলাইনের মাধ্যমে। বুধবার তৃণমূল (TMC)সূত্রে জানানো হয়েছে, প্রথম দুদিনেই “দিদিকে বলো”(DidiKeBolo)হেল্পলাইনে দু লক্ষেরও বেশী ফোন এসেছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, সোমবার হেল্পলাইন চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট দুলক্ষ ফোন কল এসেছে, তারমধ্যে প্রায় এক লক্ষ্য ফোন কলে সাধারণ মানুষ ভয়েস কলের সমস্যাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দিয়েছেন। দলীয় সূত্রে আরও বলা হয়েছে, “আমরা এখনও চালিয়ে যাচ্ছি। ব্যাপক সাড়া মিলছে”।
জনসংযোগে “দিদিকে বলো”, হেল্পলাইন চালু করল তৃণমূল কংগ্রেস
সোমবার দলের তরফে “দিদিকে বলো”(DidiKeBolo) হেল্পলাইন চালু করে তৃণমূলনেত্রী(Mamata Banerjee) জানান, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে, তাঁদের অভাব অভিযোগ শুনতে আগামী ১০০ দিনের মধ্যে রাজ্যের ১০,০০০ গ্রামে যাবেন দলের ১,০০০ কর্মী। গ্রামের মানুষদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের দাবিদাওয়াসহ নানা অভাব অভিযোগের কথা শুনবেন দলের নেতাকর্মীরা।
জনসংযোগের চেষ্টাই প্রমাণ করে জনতার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তৃণমূল, বলল বিজেপি
ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের মস্তিস্কপ্রসূত এই হেল্পলাইন, বলেই মনে করা হচ্ছে। 9137091370-হেল্পলাইন নম্বর এবং www.didikebolo.com ওয়েবসাইটও চালু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২১ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে দলের ভিত আরও মজবুত করতে প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছে রাজ্যের শাসকদল।
দলীয় সূত্রে “দিদি বলো”(DidiKeBolo) হেল্পলাইনে এক লক্ষ ফোন কল এসেছে বলে দাবি করা হলেও, কী ধরণের ফোন এসেছে, বা কারা ফোন করেছিলেন, তাঁদের সম্পর্কে কিছুই জানানো হয়নি প্রশান্ত কিশরের ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি অধিকারিকদের তরফে। তাদের তরফে জানানো হয়েছে, সমস্যাগুলি চিহ্নিত করে সমাধানের কৌশল ঠিক করতে ফোন কলগুলি খতিয়ে দেখা এবং বিবেচনা করা হবে। তার মাধ্যমেই বিজেপিকে আক্রমণের পাল্টা কৌশলও রচনা করা হবে।
“উত্তরপ্রদেশ নিয়ে কী ভাবছেন”: উন্নাওয়ের নির্যাতিতার দুর্ঘটনার তদন্তের দাবি মমতার
প্রশান্ত কিশোরের ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাকের এক আধিকারিক জানিয়েছেন, “প্রায় ২৫০ জন কর্মী ২৪ ঘন্টা কাজ করছেন, ব্যাপক সাড়া মেলা এই হেল্পলাইনকে আরও কাজে লাগানোর চেষ্টা করছে দল”।
লোকসভা নির্বাচনে বঙ্গে ভাল ফল করেছে বিজেপি। রাজ্যের ৪২ আসনের মধ্যে ১৮টি আসনে পাপড়ি মেলেছে পদ্মফুল, ২২ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ২০১৪ লোকসভা নির্বাচনে এ রাজ্যে ৩৪টি আসনে জোড়াফুল ফুটেছিল, মাত্র ২টি আসনে পদ্ম ফুটেছিল।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)