This Article is From Jun 14, 2019

প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতিতে পথে খোদ মুখ্যমন্ত্রী মমতার ডাক্তারি পড়ুয়া ভাইপো

চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে অন্যান্য ডাক্তারদের সঙ্গে পথে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়।

প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতিতে পথে খোদ মুখ্যমন্ত্রী মমতার ডাক্তারি পড়ুয়া ভাইপো

"আপনারাই বলেন, আমরা ভগবান, তাহলে কেন কুকুরের মতো ব্যবহার করেন?"; আবেশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা:

চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে অন্যান্য ডাক্তারদের সঙ্গে পথে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal Chief Minister Mamata Banerjee) ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায় (Abesh Banerjee)। তিনিও ডাক্তারি পড়ুয়া (medical student)। 

 হাসপাতালে গেলে আন্দোলনকারী চিকিৎসকরা তাঁকে অবমাননা করেছেন, দাবি মমতার

আবেশ বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক বলছে, তিনি কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি। আজ চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে পথে দেখা যায় তাঁকেও। প্ল্যাকার্ডে লেখা: "আপনারাই বলেন, আমরা ভগবান!! তাহলে কেন কুকুরের মতো ব্যবহার করেন?" আবেশের সেই ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আরেক চিকিৎসক টুইটারে এই ছবি পোস্ট করেন।

এর আগে মেয়র ফিরহাদ হাকিমের মেয়েও ডাক্তারদের সঙ্গে এই অন্যায় আচরণের প্রতিবাদ জানান। তিনি নিজেও ডাক্তারি পড়ুয়া। সরকারের সমালোচনা করে তিনি বলেন, ডাক্তারদের সঙ্গে প্রায়ই এরকম ঘটনা ঘটে। কোনও সভ্য দেশেই এটা অভিপ্রেত নয়। একই সঙ্গে আন্দোলনকারী ডাক্তারদের তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানান। একই সঙ্গে সাবা হাকিম ফেসবুকে বলেন, গুণ্ডারাজ চলছে হাসপাতালে। সর্বত্রই তাদের উপস্থিতি। তারাই এভাবে বেধড়ক মারধর করছে ডাক্তারদের। " 

ডাক্তারদের বিক্ষোভ; ইস্তফা দিলেন দুই সরকারি হাসপাতালের ৭০ জন চিকিৎসক

তাঁর ক্ষোভ, "দলের নেতাদের নীরবতা একজন তৃণমূল সমর্থক হিসেবে আমায় লজ্জা দিচ্ছে।" বুধবার বা বৃহস্পতিবার মাঝরাতে ফেসবুকে এই মন্তব্য করেন সাবা। তারপরেও চুপ মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, অন্য রোগীদের দোষ কী? তাঁরা গিয়ে জিজ্ঞেস করুন, সরকারের জন্য কেন তাঁরা ভুগছেন?  

সাবার আরও প্রশ্ন, "সবাই জিজ্ঞেস করুন, হাসপাতালে আর কতদিন এভাবে গুণ্ডারাজ চলবে? এঁদের জন্যই তো আমাদের আজ এই অবস্থা।" "আমাদেরও অধিকার আছে তাই শান্তিপূর্ণ প্রতিবাদের। আমাদেরও সুরক্ষার প্রয়োজন", জানিয়েছেন সাবা।