দিদি গিয়ে সব করে দেবে,এটা ভাববেন না, দলকে কড়া বার্তা মমতার
হাইলাইটস
- তৃণমূলের বর্ধিত কোর মিটির সভা থেকে দলকে কড়া বার্তা দিলেন মমতা
- তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন লবি করে নেতা মন্ত্রী হওয়া যাবে না
- অন্য দলে টাকা আছে আর তৃণমূলে থাকলে সম্মান পাওয়া যায়ঃ মমতা
কলকাতা: লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের বর্ধিত কোর কমিটির সভা থেকে দলকে কড়া বার্তা দিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের সভা থেকে শুক্রবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন লবি করে নেতা মন্ত্রী হওয়া যাবে না। কাজের মধ্যে দিয়েই নেতা হতে হবে। তিনি বলেন অন্য দলে টাকা আছে আর তৃণমূলে থাকলে সম্মান পাওয়া যায়। একই সঙ্গে জানালেন রাজ্যের বাইরে উপস্থিতি জানান দিতে প্রার্থী দেবে তৃণমূল। অসম থেকে শুরু করে ঝাড়খণ্ডে লড়বে তৃণমূল। লড়াই হবে ওড়িশাতেও। একই সঙ্গে মধ্যপ্রদেশ, বিহার এবং উত্তরপ্রদেশেও সংগঠন বিস্তারের কাজ হবে। মণিপুর, অরুণাচলপ্রদ্রেশেও সংগঠন বাড়ানোর কাজ হবে। এই কাজ করবেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। বিহারের সংগঠন দেখবেন শুভেন্দু অধিকারী অর্জুন সিং। প্রতিটি রাজ্যে কীভাবে সংগঠনের কাজ হচ্ছে তা প্রত্যেক মাসে রিপোর্ট আকারে জানাতে হবে নেত্রীকে।
গত পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়ায় বিজেপির ফল ভাল হয়েছে। সেখানকার নেতাদের আরও ভালভাবে সংগঠন বিস্তারের পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা দল না থাকলে কেউ থাকবে। তাই দলকে মায়ের মতো আগলাতে হবে। পাশাপাশি সবাইকে নিয়ে চলার বার্তাও দেন মমতা। তিনি বলেন, দিদি গিয়ে সব করে দেবে,এটা ভাববেন না। আপনার এলাকায় আপনাকে দায়িত্ব নিতে হবে। পাশাপাশি তাঁর অভিযোগ আরএসএসের লোকেরা এলাকায় বসে নানা রকম প্ল্যান করছে। সেই খবর পুলিশকে জানালে দল থেকে সম্মানিত করা হবে বলে মমতা জানান। এদিন বার বার দলের নেতা –কর্মীদের মমতা বলেন চাইতে নয় দিতে শিখুন। নেতা হওয়া মানে মানুষের মাঝে থাকা, ঘরে বসে থাকা নয়।