This Article is From Aug 15, 2018

দার্জিলিং থেকে পুরুলিয়া এসে মিশল রেড রোডে

স্বাধীনতা দিবসের সকালে উৎসবে ভাসল রোড রোড। রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠানে ছিল একাধিক চমক।

দার্জিলিং থেকে পুরুলিয়া এসে মিশল রেড রোডে

সকালে প্রথা মেনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা:

স্বাধীনতা দিবসের সকালে উৎসবে ভাসল রোড রোড। রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠানে ছিল একাধিক চমক। প্যারেডে  এই প্রথম অংশ নিলেন মহিলা পুলিশ কর্মীরা। মাত্র কয়েকদিন আগে শুধু মহিলাদের নিয়ে তৈরি হয়েছে উইনার্স নামে এক বিশেষ বাহিনী। এদিন তারাই অংশ নেয় প্যারেডে। তাছাড়া পাশের রাজ্য ওড়িশা থেকে আসা পুলিশ কর্মীদের একটি দলও অংশ নিয়েছিল প্যারেডে ।

 

সকালে প্রথা মেনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর শুরু হয় অনুষ্ঠান। অন্য বছরগুলির মতো এবারও কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রীর মতো প্রকল্প তুলে ধরা হয়  অনুষ্ঠানে। ছিল সুদৃশ্য ট্যাবলো। পাশাপাশি  রেড রোডে এক টুকরো বাংলা তুলে ধরার চেষ্টাও হয়েছে।  একদিকে দার্জিলিং অন্যদিকে পুরুলিয়া এবং সুন্দরবনের স্কুল পড়ুয়াদের মনোজ্ঞ অনুষ্ঠানও সকলের হৃদয় ছুঁয়ে যায়। রাজ্যের বিভিন্ন সংস্কৃতি যেন মিলে মিশে একাকার হয়ে গেল এদিন।    

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জনিয়েছেন রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠি। এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, এই স্বাধীনতা কত মানুষের প্রাণের দান, সেটা আমরা জানি। আর সেকথা মনে রেখেই আমাদের নতুন ভারত গড়ে তুলতে হবে।    

.