This Article is From Aug 28, 2018

নতুন ডিএমকে প্রধান স্ট্যালিন, শুভেচ্ছা জানালেন মমতা

একটি টুইট করে স্ট্যালিনকে উদ্দেশ্য করে মমতা লেখেন, “ডিএমকে প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল ডিএমকে’র নবনির্বাচিত প্রধান এম কে স্ট্যালিনের প্রতি”।

নতুন ডিএমকে প্রধান স্ট্যালিন, শুভেচ্ছা জানালেন মমতা
কলকাতা:

করুণানিধির মৃত্যুর তিন সপ্তাহ বাদে আজ ডিএমকে’র নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তাঁর পুত্র এম কে স্ট্যালিন। করুণানিধি অসুস্থ হওয়ার পর থেকেই দলের প্রধান হিসেবে গত এক বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব সামলাচ্ছিলেন এম কে স্ট্যালিন। আজ ডিএমকে’র সদর দফতরে দলের লাল-কালো পতাকা, সঙ্গীত এবং ড্রামের শব্দকে সঙ্গে নিয়ে সরকারিভাবে দলের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলে এম কে স্ট্যালিন। তিনি হলেন দলের দ্বিতীয় প্রধান। এর আগে তাঁর বাবা এম করুণানিধি ডিএমকে প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন টানা 49 বছর ধরে। গোটা দেশ থেকেই আজ নতুন দায়িত্বের জন্যে শুভেচ্ছা জানানো হয় স্ট্যালিনকে। শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। স্ট্যালিনের সঙ্গে মমতার রাজনৈতিক সম্পর্কও মধুর। কয়েকদিন আগেই দেশের অ-বিজেপি দলগুলিকে এক ছাতার তলায় নিয়ে এসে মমতার জোট গড়ার পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেছিলেন স্ট্যালিন।

একটি টুইট করে স্ট্যালিনকে উদ্দেশ্য করে মমতা লেখেন, “ডিএমকে প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল ডিএমকে’র নবনির্বাচিত প্রধান এম কে স্ট্যালিনের প্রতি”।

চেন্নাইতে দলীয় বৈঠকে ডিএমকে’র সাধারণ সম্পাদক কে আনবাঝাগন জানান, গত রবিবার  পর্যন্ত দলের প্রধান হিসেবে নির্বাচনে দাঁড়ানোর জন্য চেন্নাইতে ডিএমকে'র সদর দফতর আন্না আরিভালায়ামে একমাত্র মনোনয়নপত্রটি জমা দেন এম কে স্ট্যালিন। তাই তিনি এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হয়েছেন।

.