This Article is From Mar 19, 2019

শান্তিতে রঙের উৎসবে মেতে ওঠার আহ্বান জানালেন মমতা

দোলযাত্রা এবং হোলির উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শান্তিতে রঙের উৎসবে মেতে ওঠার আহ্বান জানালেন মমতা

বৃহস্পতি এবং শুক্রবার ছুটি দিয়েছে  রাজ্য সরকার

হাইলাইটস

  • শান্তিতে রঙের উৎসবে মেতে ওঠার আহ্বান জানালেন মমতা
  • তিনি বলেন, আসুন সবাই মিলে শান্তিতে রঙের উৎসব পালন করি
  • সমস্ত সম্প্রদায়ের মানুষের কথা মাথায় বৃহস্পতি এবং শুক্রবার ছুটি
কলকাতা:

দোলযাত্রা এবং হোলির উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আসুন  সবাই  মিলে  শান্তিতে রঙের উৎসব পালন করি। পাশাপাশি কেউ যাতে উৎসবের সুযোগ  নিয়ে অশান্তি সৃষ্টি করতে না পারে তা  দেখতে রাজ্যবাসীকে  অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান সমস্ত সম্প্রদায়ের মানুষের  কথা মাথায় রেখে বৃহস্পতি এবং শুক্রবার ছুটি দিয়েছে  রাজ্য সরকার। তিনি জানান দুর্গা পুজো থেকে শুরু করে  ইদ বা  দোলযাত্রা সমস্ত উৎসবই একই  মর্যাদায় পালিত  হয় রাজ্যে। আর আগামী দিনেও সেটাই হবে  বলে  তিনি জানান। তাঁর কথায় আমাদের রাজ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ আছে  তা রক্ষা করা আমাদের দায়িত্ব।

Holi 2019: জানেন কি পাকিস্তানের এই মন্দিরে কেন ২ দিন ধরে পালিত হয় হোলিকা দহন?

পুজোর আগে মহালয়ার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন করেও মমতা বলেছিলেন, এ রাজ্যের মানুষ সমস্ত ধর্মের উৎসবকেই এক নজরে দেখেন। এই ঐক্যই বাংলার মানুষের শক্তি। আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি এবং ভালবাসি।

মথুরার রাধারানির মন্দিরে আজ ‘লাড্ডু হোলি'! দেখে নিন বিশেষ কিছু ছবি

আমাদের মধ্যে কেউ হিন্দু, কেউ মুসলমান কেউ আবার শিখ। নিজেদের ধর্মের মতো অন্য ধর্মকেও আমাদের সম্মান করতে হবে। আমরা সমস্ত  ধর্মের অনুষ্ঠানে একই উৎসাহ নিয়ে যোগদান করে থাকি। এই একতাই আমাদের শক্তি।

(সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য সংযোজিত হয়েছে )



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.