মমতা বন্দ্যোপাধ্যায় জানান জাতীয় সড়কের জন্য কেন্দ্র থেকে রাজ্যের জন্য বরাদ্দ অর্থ অন্যতম 'সর্বনিম্ন'।
কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করিকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে মমতা গড়করিকে জানান, 2018-19 মরশুমে জাতীয় সড়ক তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলায় যতটা জমি বরাদ্দ করা হয়েছে, তা প্রয়োজনের তুলনায় “অত্যন্ত কম”।
তিনি বলেন, কেন্দ্র থেকে জাতীয় সড়কের জন্য এই রাজ্যের বরাদ্দ জমির পরিমাণ গোটা দেশের মধ্যে অন্যতম সর্বনিম্ন।
“2018-19 মরশুমের জন্য যে জাতীয় সড়ক তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আপনার মন্ত্রক থেকে, আমি জানতে পেরেছি সেই বরাদ্দ অর্থে পরিমাণ 153 কোটি টাকা। এই বরাদ্দ অর্থের পরিমাণ গোটা দেশের মধ্যে অন্য়তম সর্বনিম্ন”। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে জানান নীতিন গড়করিকে।
2016-17 এবং 2017-18 মরশুমে এই রাজ্যের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ছিল যথাক্রমে 2096.70 কোটি টাকা এবং 1605.85 কোটি টাকা। বলেন মমতা।
“আমাদের সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে 2018-19 মরশুমে জাতীয় সড়কের রাস্তা ও ব্রিজ তৈরির নকশা পাঠিয়ে 1499.62 কোটি টাকার বরাদ্দের কথা বলা হয়েছিল। তার বদলে আপনি এই প্রকল্পের জন্য মাত্র 153 কোটি টাকা বরাদ্দ করেছেন। এই অর্থ শুধু যে অপ্রতুল, তা-ই নয়। এত কম অর্থ কেন বরাদ্দ করা হল, তার ব্যাখা কোনও যুক্তিতেই পাওয়া যাচ্ছে না”, চিঠিতে বলেন মমতা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করিকে সংশ্লিষ্ট ব্যাপারটি নিয়ে বাংলাকে বঞ্চিত না করার ব্যাপারে অনুরোধ করেছেন।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)