This Article is From Nov 02, 2018

বাঙালি খুনের নেপথ্যে কি এনআরসি? প্রশ্ন মমতার

          অসমে বাঙালি খুনের প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন এই ঘটনার কারণ কি এনআরসি ?

বাঙালি খুনের নেপথ্যে কি এনআরসি? প্রশ্ন মমতার

      ঘটনার প্রতিবাদে আজ অসম বনধের ডাক  দিয়েছে  একাধিক বাঙালি সংগঠন

হাইলাইটস

  • অসমে বাঙালি খুনের প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • তাঁর প্রশ্ন এই খুনের ঘটনার কারণ কি এনআরসি ?
  • ঘটনার প্রতিবাদে আজ বনধের ডাক দিয়েছে একাধিক বাঙালি সংগঠন
নিউ দিল্লি:

         

অসমে বাঙালি খুনের প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন এই ঘটনার কারণ কি এনআরসি ?  সম্প্রতি অসমে নাগরিক তালিকার চূড়ান্ত খসড়া  প্রকাশিত হয়। সেখানে দেখা যায়  বহু বাঙালির নাম বাদ পড়েছে। সেই প্রসঙ্গই টেনে   আনলেন মমতা। খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই টুইট করেন তৃণমূল সুপ্রিমো । সেখানে  তিনি  লেখেন অসম থেকে ভয়াবহ খবর পাওয়া যাচ্ছে। দুঃখ প্রকাশের ভাষা নেই। এই ঘটনা কি এনআরসি-র  ফলশ্রুতিতে ঘটেছে? অপরাধীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে। পাশাপাশি জানিয়েদেন  হত্যালীলার প্রতিবাদে কলকাতায় মিছিল করবে  তৃণমূল। মিছিল হবে শিলিগুড়িতেও। জঙ্গি হানায়  প্রাণ গিয়েছে  শ্যামল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, সুবল বিশ্বাস, অবিনাশ বিশ্বাস এবং ধনঞ্জয় নমসুদ্র নামে পাঁচ  বাঙালির। আলফার পরেশ বড়ুয়া  গোষ্ঠী এই হামলার নেপথ্যে আছে বলে  মনে করা হচ্ছে। পুলিশের অনুমান  লোহিত নদীর ধারে এই  হত্যালীলা চলেছে। অসম পুলিশের ডিজি কুলধর সূত্রধর ঘটনাস্থলে পৌছেছেন। পাশাপাশি আততায়ীদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।                          

অসম- অরুণাচল  সীমান্ত  এলাকায়  তল্লাশি চালাচ্ছে  সেনা  বাহিনী।  অন্যদিকে আততায়ীরা যাতে মায়ানমার  না  পালিয়ে যেতে  পারে তার জন্য নজরদারি চালাচ্ছে অমস রাইফেলস।               

 ঘটনার প্রতিবাদে আজ অসমে বনধের ডাক  দিয়েছে  একাধিক বাঙালি সংগঠন। তিনসুকিয়া  জেলায় 12 ঘণ্টার বনধ পালিত  হচ্ছে বলে খবর।  মাস কয়েক আগে অসমে নাগরিক পঞ্জিকরণের চূড়ান্ত খসড়া  তালিকা  প্রকাশের পরও প্রতিবাদ করেছিলেন মমতা। তাঁর  মনে হয়েছিল  নিজের  দেশেই নাগরিকদের উদ্বাস্তু করে  দিয়েছে  মোদী  সরকার।  তাঁর  প্রতিবাদ গিয়ে পৌঁছেছে দিল্লিতেও। পাল্টা তাঁকেই  রাজনৈতিক আক্রমণের নিশানা করেছে  বিজেপি। শুধু তাই নয়  ভোট ব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগও এনেছেন বিজেপি  নেতারা। তাছাড়া ডিসেম্বর থেকে রাজ্যে  যে তিনটি  রথযাত্র বিজেপি  করছে তাতেও প্রথমসারিতে থাকবে এনআরসি প্রসঙ্গ। বিজেপির দাবি অসমের  মতো অনুপ্রবেশের সমস্যা এ রাজ্যেও আছে। তাই  এখানেও নাগরিক পুঞ্জিকরণ প্রয়োজন। প্রস্তাবের বিরোধিতা করেছে  তৃণমূল।                                                                                                                                               



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.