This Article is From Jun 15, 2018

সম্পাদক সুজাত বুখারির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি

সূত্র থেকে জানা গেছে, ইফতারের পার্টিতে যোগদান করার জন্য তিনি শ্রীনগরের লাল চৌক-এ অবস্থিত তাঁর প্রেস এনক্লাভ অফিস থেকে বেরিয়েছিলেন, সেই সময়তেই তাঁকে গুলি বিদ্ধ করা হয়

সম্পাদক সুজাত বুখারির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি
কলকাতা: গতকাল জম্মু কাশ্মীরের কাশ্মীর রাইজিং-এর বিখ্যাত সম্পাদক সুজাত বুখারিকে তাঁর অফিসের বাইরে গুলি বিদ্ধ করে মারা হয়েছে, তাঁর সাথে তাঁর একজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা -কেও গুলি বিদ্ধ করে মারা হয়েছে।

এই নির্মম হত্যা কাণ্ডের জন্য গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

''শ্রদ্ধেয় সম্পাদক এবং বর্ষীয়ান সাংবাদিক @bukharishujaat -এর মর্মান্তিক মৃত্যু ঘটেছে কয়েক ঘন্টা আগে। পবিত্র ঈদের ঠিক আগেই এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু খুবই ভয়ানক।'' নিজের অফিসিয়াল টুইটার থেকে পোস্ট করেছেন শ্রীমতি ব্যানার্জি।   

তিনি টুইট করে জানিয়েছেন, ''এই দুঃখজনক ঘটনা বর্ণনা করার ভাষা নেই।'' 

সূত্র থেকে জানা গেছে, ইফতারের পার্টিতে যোগদান করার জন্য তিনি শ্রীনগরের লাল চৌক-এ অবস্থিত তাঁর প্রেস এনক্লাভ অফিস থেকে বেরিয়েছিলেন, সেই সময়তেই তাঁকে গুলি বিদ্ধ করা হয়। তাঁর বয়স হয়েছিল মাত্র 50 বছর।  

সূত্র থেকে পাওয়া খবর অনুসারে, তাঁর একজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাও (পিএসও) এই ঘটনায় মারা গেছেন। আর একজন পুলিশ ও সাধারণ মানুষও যথেষ্ট আহত হয়েছেন।    

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.