পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফল ছাত্রছাত্রীদের হাতে তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দিলেন।
হাইলাইটস
- সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করলেন মমতা।
- নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানটি হয়েছিল।
- ছাত্রছাত্রীদের তিনি রাজ্যের ‘সম্পদ’ বলেও বর্ণনা করলেন।
কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুধবার রাজ্য বোর্ডের পাশাপাশি আইসিএসই, সিবিএসই ও আইএসসি বোর্ডের পরীক্ষায় সেরা ফল করা ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করলেন। ওই ছাত্রছাত্রীদের তিনি (Mamata Banerjee) রাজ্যের ‘সম্পদ' বলেও বর্ণনা করলেন। তাদের পাশাপাশি তাদের শিক্ষক ও অভিভাবকদেরও তিনি উচ্চকণ্ঠে প্রশংসা করলেন কঠোর শ্রম করে যাঁরা এই ‘রত্ন'দের গড়ে তুলেছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনাদের সকলকে অভিনন্দন... তোমাদের জ্ঞান, বুদ্ধি ও উচ্চাকাঙ্ক্ষা তোমাদের আজ এখানে নিয়ে এসেছে। তোমার বাংলার সম্পদ।'' তিনি আরও বলেন, ‘‘তোমাদের মধ্যে কেউ চিকিৎসক, ইঞ্জিনিয়র, অধ্যাপক ও বিজ্ঞানী হবে। আমি এও তোমাদের বলব তোমরা সিভিল সার্ভিসে এসো, যাতে তোমরা দেশের সেবা করতে পারো। আমরা নতুন আইএএস ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করেছি।''
বীরভূমে বিজেপি তৃণমূল সংঘর্ষ, আক্রান্ত পুলিশ
তিনি বলেন, ফ্যাশন টেকনোলজি থেকে তথ্যপ্রযুক্তি— রাজ্যে এখন সব বিষয়েই পঠনপাঠনের সুযোগ রয়েছে। তিনি ছাত্রছাত্রীদের আহ্বান করেন, সেই সুযোগ কাজে লাগিয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করতে।
শিক্ষাক্ষেত্রে সরকারের কৃতিত্বের কথা জানিয়ে মমতা বলেন, এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যতে আরও ভালো ফল করতে সাহায্য করবে।
তিনি বলেন, ‘‘আমি প্রবল ভাবে বিশ্বাস করি বাংলার ছাত্রছাত্রীরাই সেরা। সারা বিশ্বে তারা কাজ করছে।''
মুখ্যমন্ত্রী সফল ছাত্রছাত্রীদের হাতে তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দেন।