This Article is From Jun 05, 2019

মমতার সরকার নিজেই নিজের পতন ডেকে আনবে, মানুষ শান্তি চায়: কৈলাস বিজয়বর্গীয়

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার নিজেই নিজের পতন ডেকে আনবে। জানালেন বর্ষীয়ান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

মমতার সরকার নিজেই নিজের পতন ডেকে আনবে, মানুষ শান্তি চায়: কৈলাস বিজয়বর্গীয়

হাইলাইটস

  • কৈলাস বিজয়বর্গীয় জানালেন, তৃণমূল সরকার নিজে নিজেই পড়ে যাবে।
  • ইভিএম কারচুপির অভিযোগ এনেছে তৃণমূল। তা উড়িয়ে দিলেন তিনি।
  • এবারের ভোটে বাংলায় বিজেপির অভাবনীয় উত্থান ঘটেছে।
কলকাতা:

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল (TMC) সরকার নিজেই নিজের পতন ডেকে আনবে। এবং সেটা ২০২১-এৱ আগেই। এই ভাষাতেই এদিন তৃণমূ‌লের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান বিজেপি (BJP) নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। বিজেপির জাতীয় সচিব এবং পশ্চিমবঙ্গে দলের দায়িত্ব প্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয় মঙ্গলবার সাংবাদিকদের সামনে মুখ খুলতে গিয়ে জানালেন, ‘‘আমার মনে হয় না মমতাজি ২০২১ পর্যন্ত থাকতে পারবেন। এখনই কিছু বলা অপরিণতর মতো শোনাবে। আমরা ২০২১-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি। কিন্তু এই সরকার নিজে থেকেই পড়ে যাবে।'' প্রসঙ্গত, ২০২১ সালেই এরাজ্যে দ্বিতীয় পর্যায়ের তৃণমূল সরকারের মেয়াদ শেষ হচ্ছে। লোকসভায় বিজেপির বিপুল উত্থানের পড়ে কিছুটা কোণঠাসা মমতা ঘোষণা করেছেন, মানুষের দরজায় দরজায় ঘুরে প্রচার করবেন তাঁরা। সেই বিষয়েও তাঁর প্রতিক্রিয়া জানালেন কৈলাস। 

হামসে যো টাকরায়ে গা... ইদের শুভেচ্ছা জানিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

কৈলাস জানালেন, ‘‘উনি (মমতা) যত বেশি করে দরজায় দরজায় প্রচার করবেন, তত বেশি লাভবান হব আমরা। মানুষ চায় পশ্চিমবঙ্গে হিংসা বন্ধ হোক। আর সেটা একমাত্র বিজেপিই করতে পারে। তৃণমূলের রাজত্বে হিংসা তার শীর্ষে পৌঁছে গিয়েছে।''

ইভিএম কারচুপির অভিযোগ এনেছে তৃণমূল। তার প্রতিক্রিয়ায় কৈলাস বললেন, ‘‘তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন ইভিএমের সময়েই। তিনি জিতলে ইভিএম ভালো। আর তিনি হারলেই ইভিএমে কারচুপির অভিযোগ আনা হচ্ছে। তাঁর উচিত নিজের দিকে তাকানো। যেভাবে তিনি একটি অগণতান্ত্রিক একনায়কোচিত সরকার চালাচ্ছেন। তারই ফলে তাঁদের হারতে হয়েছে। এই ভাবে চললে বিধানসভা নির্বাচনে তৃণমূল বিধায়কদের খুঁজে পাওয়াই মুশকিল হবে।'' 

প্রধানমন্ত্রীকে জয় বাংলা লেখা ১০ হাজার পোস্ট কার্ড পাঠাল তৃণমূল

এবারের লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক লড়াই নতুন মাত্রা পেয়েছে। বহু হিংসাত্মক ঘটনার মধ্যে দিয়ে নির্বাচন শেষ হয়েছে। ফলাফলে বিজেপির অভাবনীয় উত্থান দেখা গিয়েছে। বিজেপি পায়১৮টি আসন। তৃণমূল পায় ২২টি। ২০১৪ লোকসভায় বিজেপি পেয়েছিল মাত্র ২টি আসন। তৃণমূল পেয়েছিল ৩৪টি। অর্থাৎ এবার বিজেপি ১৬টি আসন বেশি পেয়েছে। যেখানে তৃণমূল পেয়েছে ১২টি আসন কম।

হারের পরে লোকসভা নির্বাচনে ব্যবহৃত ভোটযন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলগুলিকে একত্রিত হয়ে ব্যালট পেপারেই ভোট করার দাবিতে সামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি।

.