This Article is From Feb 07, 2019

“আজকের ঝাঁসির রাণী মমতা”! কে বললেন এমন কথা

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের ঝাঁসির রাণী বলল তৃণমূল কংগ্রেস, পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে তাদের বার্তা, সাহসী রাণীর মতোই, যেহেতু মানুষ যেহেতু তাদের সঙ্গেই রয়েছেন, সেই কারণে “আক্রমণে”র সামনে মাথা নত করবেন না দলীয় সুপ্রিমো।

“আজকের ঝাঁসির রাণী মমতা”! কে বললেন এমন কথা
নিউ দিল্লি:

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের ঝাঁসির রাণী বলল তৃণমূল কংগ্রেস, পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে তাদের বার্তা, সাহসী রাণীর মতোই, যেহেতু মানুষ যেহেতু তাদের সঙ্গেই রয়েছেন, সেই কারণে “আক্রমণে”র সামনে মাথা নত করবেন না দলীয় সুপ্রিমো।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনের সময় কেন্দ্রীয় সরকার ও ইংরেজ শাসনের সময়কালকে এক সারিতে বসান এবং অভিযোগ করেন বিরোধীদের শেষ করতে দুজনেই হুমকি দিয়েছে।তিনি বলেন, “সম্প্রতি একটি নতুন সিনেমা রিলিজ করেছে মনিকর্ণিকা...আমাদের ঝাঁসির রাণীর কথা মনে করিয়ে দিয়েছে...ঝাঁসির রাণী কে ছিলেন? একজন সাধারণ নারী, যাঁকে মানুষ ভেবেছিলেন, তিনিই ঝাঁসিকে রক্ষা করতে পারবেন”।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ‘ধর্নায় অংশ নেওয়া' পুলিশ আধিকারিকরা মেডেল খোয়াতে পারেন

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “বাংলাতেও একজন ঝাঁসির রাণী রয়েছেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “মাথা কেটে নিলেও, মাথা নত হবে না”।তিনি আজকের ঝাঁসির রাণী, তিনি একজন সাধারণ নারী, কোনও রাণী নন”।তিনি আরও বলেন, “মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, যত আক্রমণই করা হোক না কেন, আমারে ওপর কোনও প্রভাব পড়বে না”।

তৃণমূলের তোলাবাজি যতদিন থাকবে ততদিন শিল্প আসবে না বাংলায়ঃ শিবরাজ

সিবিআই নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত প্রসঙ্গে তাঁর অভিযোগ, তৃণমূলকে তার পায়ের তলায় আনতে চাইছে কেন্দ্রীয় সরকার।তিনি বলেন, “আপনি কী করছেন? লাগাতার আক্রমণ করছেন...বলছেন, সিবিআইকে আফনাদের পিছনে লাগিয়ে দেব, ইডিকে আপনাদের পিছনে লাগিয়ে দেব। তোমাকে মাথা নত করতে হবে।আমাদের সঙ্গে এস, না হলে আক্রমণ করব। আপনারা এটাই করছেন”।

‘সংবিধান বাঁচাতে' আজ- কাল জেলায় জেলায় আন্দোলনে তৃণমূল

তিনি আরও বলেন, “কয়েকদিন আগে বাংলায় যা হাল, তা করেছিল ইংরেজ সরকার”।পাশাপাশি তাঁর আরও বক্তব্য, “ইংরেজ শাসনকালে ইংরেজ কী করত?তারা ভয় দেখাত, হুমকি দিত।বাড়িতে গিয়ে তাদের সমর্থনের কথা বলত, না হলে আক্রমণ হত।এখনকার পরিস্থিতি ঠিক সেরকমই”।

 

 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.