This Article is From Sep 03, 2018

তিন দিনের পাহাড় সফরে মমতা

শিক্ষক দিবসে পাহাড়ের শিক্ষকদের সংবর্ধনা দেবেন । দার্জিলিঙের ওই অনুষ্ঠান থেকে একটি বিশ্ববিদ্যালয়েরও উদ্বোধন করার কথা রয়েছে মমতার।

তিন দিনের পাহাড় সফরে মমতা

 পাহাড়ের রাজনৈতিক সমীকরণও বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা:

শিক্ষক দিবসে পাহাড়ের শিক্ষকদের সংবর্ধনা দেবেন । দার্জিলিঙের ওই অনুষ্ঠান থেকে একটি বিশ্ববিদ্যালয়েরও উদ্বোধন করার কথা রয়েছে মমতার।  সেই উদ্দেশে সোমবার তিনদিনের পাহাড় সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাছাড়া তিন দিনের এই সফরে জিটিএ-র প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর কালই হতে চলেছে সেই বৈঠক। পাশাপাশি পাহাড়ের মানুষের উন্নয়নে গঠিত  বিভিন্ন পর্ষদ কেমন কাজ করছে তাও খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।

এরকমই নানা কাজ সেরে বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন মমতা। ক্ষমতায় আসার পর থেকেই পাহাড়ের উন্নয়ন নিয়ে উদ্যোগ নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী। শুধু কলকাতায় বসে থেকে যে কাজের কাজ হবে না তা জানেন মুখ্যমন্ত্রী। আর তাই মাঝে মধ্যেই চলেও যান পাহাড়ে। শুধু তাই নয় গত বছর জুন মাসে আচমকা অশান্ত হয়ে পড়া পাহাড়কে তিনি যেভাবে সামলেছেন তাও উল্লেখযোগ্য।  পাহাড়ের রাজনৈতিক সমীকরণও বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিমল গুরুং নয় এখন পাহাড়ের মুখ বিনয় তামাং।                                           

.