অটলের মন্ত্রিসভাতেই প্রথমবার ক্যাবিনেট মন্ত্রী হন মমতা।
কলকাতা:
প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় "বাজপেয়ীজির মৃত্যু দেশের জন্য বিরাট ক্ষতি।" অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভাতেই প্রথমবার ক্যাবিনেট মন্ত্রী হন মমতা। তার আগে অন্য মন্ত্রকের দায়িত্ব সামলালেও সেবারই প্রথম রেলমন্ত্রী হন মমতা।
প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যর খবর আসার আগেই দিল্লি উড়ে যান মমতা। এরই মধ্যে এসে যায় মৃত্যু সংবাদ। মমতা জানান, "ভারতীয় রাজনীতির অন্যতম সেরা রাষ্ট্রনেতাবীদ অটল বিহারীর বাজপেয়ীর মৃত্যু বিরাট ক্ষতি। তাঁর সঙ্গে কাটানো সমস্ত সুখের মুহূর্তগুলির কথা আমি চিরকাল মনে রাখব।"
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)