This Article is From Mar 14, 2019

নন্দীগ্রামে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী

নন্দীগ্রামে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা  নিবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।

নন্দীগ্রামে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী

সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

হাইলাইটস

  • নন্দীগ্রামে নিহতদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করেলেন মমতা
  • ২০০৭ সালের ১৪ মার্চ জমি আন্দোলন চলার সময় মৃত্যু হয় ১৪ জনের
  • তুমুল সমালোচনার মুখে পড়ে তৎকালীন বাম সরকার
কলকাতা:

নন্দীগ্রামে (Nandigram) পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bannerjee)। ২০০৭ সালের ১৪ মার্চ জমি আন্দোলন চলার সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৪ জনের। এই ঘটনার পর রাজ্য রাজনীতি বদলে যায় অনেকটা। তুমুল  সমালোচনার মুখে পড়ে তৎকালীন বাম সরকার। এরপর থেকে প্রতি বছর নন্দীগ্রামে নিহতদের স্মরণ করেন মুখ্যমন্ত্রী। পালিত হয় নন্দীগ্রাম দিবসও।  টুইটে মুখ্যমন্ত্রী লেখেন "২০০৭ সালের আজকের দিনে গুলিতে বহু মানুষের মৃত্যু হয়। অনেক গুলি দেহের সন্ধান পর্যন্ত করা যায়নি। এটি আমাদের রাজ্যের ইতিহাসের একটি কালো অধ্যায়। শুধু রাজ্য  নয়  গোটা দেশে এই কাণ্ডের প্রভাব পড়েছিল। সিবিআই  (CBI) তদন্তের নির্দেশ  দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই ঘটনাকে মনে রেখে আমরা কৃষক দিবস পালন করি। কৃষকদের পুরস্কার দেওয়ার কাজ করি"।        

 

মোদীকে নিয়ে করা রাহুলের মন্তব্য পাক-সংবাদপত্রের শিরোনাম হবেঃ রবিশঙ্কর

 

প্রথমে  সিঙ্গুর তারপর নন্দীগ্রাম- কাছাকাছি সময়ের দুটি  জমি আন্দোলন বাংলার রাজনীতিতে প্রভাব ফেলেছিল। কৃষকদের পাশে দাঁড়িয়ে  দুটি আন্দোলনেই সামনে থেকে নেতৃত্ব দেন মমতা। ২০০৮ সাল পঞ্চায়েত নির্বাচন থেকে সুবিধা পেতে শুরু করে তৃণমূল। ওই নির্বাচনে ৫০ শতাংশ আসনই জিতে যায় তৃণমূল। সেই ধারা বজায় থাকে আরও কয়েকটি নির্বাচনে। নন্দীগ্রাম আন্দোলনের বছর দুয়েক বাদে লোকসভা নির্বাচনে (lok Sabha Election) ১৯টি আসন পায় তৃণমূল। তারও বছর দুয়েক বাদে  ক্ষমতাচ্যুত হয় বামেরা।                                                 

 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.