১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নোভেল করোনা ভাইরাসের আতঙ্কে দেশজুড়ে চলছে সম্পূর্ণ লকডাউন। এই পরিস্থিতিতে রাজ্যের বহু কর্মী আটকে রয়েছেন অন্য রাজ্যে। তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করার অনুরোধ জানিয়ে দেশের ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘কোভিড-১৯ মহামারীর কারণে দেশজুড়ে লকডাউনের ফলে বাংলার বহু দক্ষ ও অদক্ষ কর্মী দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন। বাংলার বহু শ্রমিকই ফিরতে পারেননি, আটকে গিয়েছেন অন্যত্র।''
মুখ্যমন্ত্রী এই চিঠি লিখেছেন মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কেরল, দিল্লি, ওডিশা, কর্নাটক, পঞ্জাব সহ ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে।
মুখ্যমন্ত্রী তাঁদের চিঠিতে আরও জানিয়েছেন, ‘‘আমরা বাংলার এমন বহু কর্মীদের সম্পর্কে তথ্য পেয়েছি যাঁরা আপনার রাজ্যেও আটকে পড়েছেন। আমরা তাঁদের থেকে এসওএস কল পাচ্ছি।''
মুখ্যমন্ত্রীর দাবি, এই কর্মীরা ৫০-১০০ জনের দলে রয়েছেন। ফলে স্থানীয় প্রশাসনের পক্ষে তাঁদের সন্ধান পাওয়া খুব একটা সমস্যার হবে না। তিনি আরও লেখেন, ‘‘আমাদের পক্ষে তাঁদের কাছে পৌঁছে সাহায্য করা সম্ভব না হওয়ায় আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার প্রশাসনকে দয়া করে নির্দেশ দিন ওঁদের থাকাখাওয়া ও ওষুধপত্রের জোগান যেন দেওয়া হয়।''
তিনি আরও জানান, ‘‘আমরা বাংলায় আপনার রাজ্যের আটক কর্মীদের ক্ষেত্রেও এমনই করছি।''
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মুখ্য সচিব প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য সচিবদের কাছে পৌঁছে দেবেন যাতে প্রয়োজনীয় সাহায্য দ্রুত করা যায়।
ভারত সহ বিশ্বের নানা দেশ এই মুহূর্তে করোনা ভাইরাসের সংক্রমণের জেরে বিপর্যস্ত। জনস হপকিনস বিশ্ববিদ্যায়ের হিসেবে, সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭১,৫১৮। মৃত ২১,২৯৩। সংক্রমণ ছড়িয়েছে ১৭০টিরও বেশি দেশে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)