This Article is From Jan 14, 2019

ইউজিসির বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতার

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য, কলেজের অধ্যক্ষ, প্রাথমিক ও মাধ্যমিক বোর্ডের সভাপতিদের সঙ্গে নবান্নে বৈঠক করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন মমতা। 

Advertisement
Kolkata
কলকাতা:

সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউজিসি'র বিরুদ্ধে তোপ দাগলেন। তাঁর অভিযোগ, গবেষকদের স্কলারশিপ দেওয়া বন্ধ করে দিচ্ছে ইউজিসি। শুধু, তাই নয়, ফতোয়া জারি করছে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপরেও। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য, কলেজের অধ্যক্ষ, প্রাথমিক ও মাধ্যমিক বোর্ডের সভাপতিদের সঙ্গে নবান্নে বৈঠক করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন মমতা। 

আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকের ঝুলন্ত দেহ উদ্ধার

তিনি বলেন, "ইউজিসির বিরুদ্ধে বহু বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আমরা অভিযোগ পেয়েছি। ওরা নেট-এর জন্য গবেষণা করছেন যাঁরা, তাঁদেরও স্কলারশিপ দিচ্ছে না! এছাড়া, ওরা নাকি বিভিন্ন ফতোয়া জারিও করেছে। এগুলো চলতে পারে না"।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement