এদিন মুখ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ ধরা পড়লে আইসোলেশনে থাকতেই হবে।
হাইলাইটস
- কলকাতায় ধরা পড়েছে প্রথম করোনা আক্রান্ত
- সেই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- তাঁর দাবি, বিদেশ থেকে এসে কোনও মলে চলে যাওয়া যায় না
ইংল্যান্ড থেকে ফেরা এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ধরা পড়েছে কলকাতায় (Kolkata)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই প্রথমবার রাজ্যে করোনা ভাইরাসে সংক্রমণের ঘটনার খোঁজ মিলেছে। জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তি শহরের বেশ কয়েকটি জায়গায় গিয়েছিলেন। এমনকী শপিং মলেও গিয়েছিলেন তিনি। বুধবার এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, কলকাতায় যে কেসটি ধরা পড়েছে সেটি কলকাতার করোনা কেসই নয়। ওই ব্যক্তি ইংল্যান্ডে থাকাকালীনই আক্রান্ত হয়েছিলেন। সেটি ধরা পড়েছে এই শহরে।
বিদেশে থাকা ২৭৬ জন ভারতীয় করোনায় আক্রান্ত, লোকসভায় জানাল সরকার
মুখ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ ধরা পড়লে আইসোলেশনে থাকতেই হবে। তিনি বলেন, ‘‘বিদেশ থেকে এসে আপনি কোনও মলে চলে যেতে পারেন না। যেহেতু আমার বাবা-মা প্রভাবশালী, তাই আমি কোনও পার্কে চলে যাব এটা মেনে নেওয়া যায় না।''
কোনও রোগীকেই ‘ভিভিআইপি' চিকিৎসা দেওয়া হবে না বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, বন্যা হলে সব ঘরবাড়িই কিন্তু জলের কবলে পড়ে। তিনি বলেন, ‘‘আগুন লাগলে আমাদের সবাইকে মিলেই সেই আগুন নেভাতে হবে।''