কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপির প্রস্তাবিত 'রথযাত্রা'কে 'রাবণ যাত্রা' বলে অভিহিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোমবার জানান, রাজনৈতিকভাবে তাঁর দল রাবণ বধ করবে। "এগুলো সব রাবণ যাত্রা। রামচন্দ্র যুদ্ধ করে রাবণ বধ করেছিলেন। আমরাও রাজনৈতিকভাবে রাবণ বধ করার জন্য প্রস্তুত", বলেন মমতা।
ক্লাস নিয়ে বাড়ি চলে যাবেন না, পড়ুয়াদের সমস্যার কথাও শুনুন, শিক্ষকদের নির্দেশ পার্থর
তার সঙ্গে তিনি এই কথাটিও যোগ করেন যে, তাঁর দল যে কোনও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিই শ্রদ্ধাশীল। তবে বিজেপির মতো ধর্মীয় 'এজেন্ট'দের প্রতি তিনি বা তাঁর দল কেউই শ্রদ্ধাশীল নয়।
রাজ্য থেকে সিপিএম গিয়েছিল, এবার কেন্দ্র থেকে বিজেপি যাবে, বললেন মমতা
আগামী ৭ ডিসেম্বর, ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর কোচবিহার, গঙ্গাসাগর এবং তারাপীঠ এই তিন জায়গা থেকে তিনটি রথ বেরোবে বিজেপির। রাজ্যের ৪২'টি লোকসভা কেন্দ্র প্রদক্ষিণ করে সেই রথ কলকাতায় আসবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির কিছুই করতে পারবে না। মানুষই ওদের ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেবে।
দেখুন ভিডিও:
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)