This Article is From Jul 19, 2018

অনাস্থা প্রস্তাবে হাজির থাকতে বলে তৃণমূল সাংসদদের জন্য হুইপ জারি করল দল

অনাস্থা নিয়ে লোকসভায় আলোচনার সময় উপস্থিত থাকতে হবে তৃণমূল সাংসদদের। এই মর্মে জারি হল হুইপ।

অনাস্থা প্রস্তাবে হাজির থাকতে বলে তৃণমূল সাংসদদের জন্য হুইপ জারি করল দল

বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, সংসদের ভেতরে ওদের সমর্থন আছে কিন্ত বাইরে নেই।

কলকাতা:

অনাস্থা প্রস্তাবের সম্ভাব্য ফল যাই হোক না কেন, বিজেপি বিরধিতার কোনও সুযোগই যে তিনি হাতছাড়া করবেন না তা ফের একবার বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনাস্থা নিয়ে লোকসভায় আলোচনার সময় উপস্থিত থাকতে হবে তৃণমূল সাংসদদের। এই মর্মে জারি হল হুইপ। এর আগেই নেত্রী সাংসদদের নির্দেশ দিয়েছিলেন, অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দিতে হবে। আর এবার হুইপ জারির কথা জানালেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। সংবাদ সংস্থা আইএএনএসকে তিনি এই খবর জানিয়েছেন।      

লোকসভার বাদল  অধিবেশন শুরু হয় বুধবার । সেদিনই বিরোধী দল গুলি অনাস্থা প্রস্তাব নিয়ে আসে। সকলকে অবাক করে  স্পিকার সুমিত্রা মহাজন সেটি গ্রহণ করেন। পাশাপাশি জানিয়েদেন প্রস্তাবটি নিয়ে  আলোচনা হবে শুক্রবার। আপত্তি করে বিরোধী দলগুলি। সবার আগে সরব হয় তৃণমূল । ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদী দিন পিছিয়ে দেওয়ার দাবি তোলনে। 21 জুলাইয়ের দলের সভা আছে এই কারণ দেখিয়ে অনাস্থার দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন প্রাক্তন রেলমন্ত্রী।

কংগ্রেস সহ কয়েকটি দল তাঁকে সমর্থন করে। বিরোধী সাংসদরা সভা পরিচালনার নিয়ম তুলে ধরে বলতে থাকেন আলোচনার জন্য দিন দশেক সময় আছে। এ নিয়ে  বেশ কিছুটা সময় এই বিষটি নিয়ে স্পিকারের সঙ্গে কথা বলেন বিরোধী সাংসদরা।  কিন্ত দিন পিছিয়ে দিতে রাজি হননি স্পিকার। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমারও বলেন সরকার শুক্রবারই আলোচনা চায়।     

পরিস্থিতি এমন হয়েছে জানতে পেরে কলকাতা থেকে  সাংসদদের মমতা জানিয়ে দেন অনাস্থা প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিতে হবে। সরকারের বিরুদ্ধে ভোটও দিতে হবে। এসব শেষ না হওয়া পর্যন্ত থাকতে হবে দিল্লিতেই।           

রাজের সচিবালয় নাবান্নে সাংবাদিকদের মমতা বলেন, বিরোধীদের আনা আনাস্থা প্রস্তাবে অংশ নেওয়ার জন্য আমি দলের সাংসদদের দিল্লিতেই থেকে যেতে বলেছি। একই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, সংসদের ভেতরে ওদের সমর্থন আছে কিন্ত বাইরে নেই।

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.