শুক্রবার অমিত শাহর সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
- শুক্রবার ইজেডসির বৈঠকে অমিত শাহর মুখোমুখি মমতা
- সিএএ পাস হওয়ার পর এই প্রথম তাঁর মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী
- ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন অমিত
শুক্রবার ভুবনেশ্বরে ইস্টার্ন জোনাল কাউন্সিলের (EZC0 বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকের আগে রাজ্য বিজেপির তরফে কটাক্ষ করে বলা হয়েছে দলীয় নেতাদের আর্থিক কেলেঙ্কারি থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন মমতা। আর সেই কারণেই এই বৈঠকে থাকবেন তিনি। তৃণমূলের তরফে পাল্টা জবাব দেওয়া হয়েছে ওই খোঁচার। তারা জানাচ্ছে, কেন্দ্রের সঙ্গে কাজের সম্পর্ক বজায় রাখার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ডিসেম্বরে সংশোধিত নাগরিকত্ব আইন পাস হওয়ার পর এই প্রথম অমিত শাহর সঙ্গে বৈঠক করবেন মমতা।
সংশোধিত নাগরিকত্ব আইন, এনপিআর ও এনআরসি নিয়ে কেন্দ্রের সঙ্গে তীব্র মতানৈক্য প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই এগুলির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। এর আগে নীতি আয়োগের বৈঠক কিংবা কেন্দ্রীয় সরকারের ডাকা অন্যান্য বৈঠকে গরহাজির থেকেছেন মমতা। ফলে শুক্রবার ইস্টার্ন জোনাল কাউন্সিলের অমিত শাহর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের কথা জেনে চমকে গিয়েছে রাজনৈতিক মহল।
রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানাচ্ছেন, ‘‘মনে হচ্ছে সুমতি হয়েছে তৃণমূল নেতৃত্বের। কেন্দ্রের বহু নীতির বিরোধিতা করে বহু বৈঠকে উপস্থিত না থাকার পর এবার ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে হচ্ছে তিনি দলের নেতাদের বাঁচাতে মরিয়া পদক্ষেপ করতে চাইছেন।''
তিনি আরও বলেন, ‘‘তবে একটা কথা পরিষ্কার করে দিচ্ছি। আমাদের নেতা অমিত শাহ কোনও ধরনের সেটিংয়ে যাবেন না।''
দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্যকে ‘ভিত্তিহীন ও বোকা বোকা মন্তব্য' বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এসব ভিত্তিহীন ও বোকা বোকা মন্তব্য। আমরা দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে কথা বলে ওঁকে হিরো করতে চাই না। একটি গণতান্ত্রিক কাঠামোয় এটা প্রত্যাশিত যে রাজ্য ও কেন্দ্রের মধ্যে একটা কাজের সম্পর্ক থাকবে।''
কংগ্রেসের লোকসভা নেতা অধীররঞ্জন চৌধুরী বিস্ময় প্রকাশ করেছেন, কেন দিল্লির হিংসার জন্য বিজেপির নিন্দা করছে না তৃণমূল কংগ্রেস। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানান, দিল্লির এই পরিস্থিতিতে ওই বৈঠক বাতিল করুন তিনি।
এদিকে সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘যখন সব রাজনৈতিক দল অমিত শাহর পদত্যাগ চাইছে, তখন তৃণমূল নীরবতা বজায় রেখে চলছে।''
তবে সুজন এই দাবি করলেও বুধবার দিল্লির হিংসার নিন্দা করে একটি কবিতা লিখেছিলেন মুখ্যমন্ত্রী। তার আগে মঙ্গলবার তিনি দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন।
প্রসঙ্গত, শুক্রবারের বৈঠকে সভাপতিত্ব করবেন অমিত শাহ। তাঁর সঙ্গে বৈঠক করবেন ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)