সংরক্ষণ নিয়ে কেন্দ্রের ঘোষণায় প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা: আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।মোদী-সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, “পিছিয়ে পড়া শ্রেণী চাকরি পেলে আমি খুশী হব।কিন্তু প্রশ্ন হল, নির্বাচনের জন্য সাধারণ মানুষ, বা বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করতে পারে কি সরকার”? তিনি আরও বলেন, “তাদের আগে জানাতে হবে, এটা কার্যকর করা হবে কিনা।এটা সাংবিধানিকভাবে বৈধ কিনা, আইনি কিনা, এটা সম্ভব কিনা”।
উচ্চবর্ণের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের ১০ শতাংশ সংরক্ষণ দিতে সংবিধান সংশোধনের পথে কেন্দ্র
উচ্চবর্ণের অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সরকারি চাকরি, শিক্ষাক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর জন্য সংবিধান সংশোধনও করবে কেন্দ্র। মঙ্গলবারই এইসংশোধনী আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।