This Article is From Nov 03, 2018

তিনসুকিয়া হত্যার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ডিপি কালো করলেন মমতা

অসমের তিনসুকিয়াতে নৃশংসভাবে বাঙালিদের হত্যা করার প্রতিবাদস্বরূপ নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচারটি আজ কালো করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনসুকিয়া হত্যার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ডিপি কালো করলেন মমতা

সোশ্যাল মিডিয়ায় ডিপি কালো করলেন মমতা তিনসুকিয়ায় বাঙালি হত্যার প্রতিবাদে।

কলকাতা:

অসমের তিনসুকিয়াতে নৃশংসভাবে বাঙালিদের হত্যা করার প্রতিবাদস্বরূপ নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচারটি আজ কালো করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করা হয়, "বিজেপি শাসিত অসমে বাঙালিদের নৃশংসভাবে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা করছি আমরা। এবং, ওই ঘটনার প্রতিবাদে নিজেদের টুইটার ও ফেসবুকের প্রোফাইল পিকচারটি কালো করার সিদ্ধান্ত নিয়েছি"।  এই প্রতিবাদকে আরও ছড়িয়ে দিতে দলের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়, যাতে সকলেই নিজেদের প্রোফাইল পিকচারটি একইভাবে কালো করে রাখেন। 

 

গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছিলেন, "অসমের ঘৃণ্য হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা শুক্রবার শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের কয়েকটি অঞ্চল এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলে মিছিল বের করব"।

 

গতকাল অসমের ঢোলা থানার অধীনের খিরবাড়ি অঞ্চলে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা পাঁচজন বাঙালিকে হত্যা করে।

.