সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বলেও তাঁর অভিযোগ।
হাইলাইটস
- সংবাদ মাধ্যমকে নির্ভীক চিত্তে সত্য খবর করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী
- শুক্রবার সকালে সাংবাদিকদের ন্যাশনাল প্রেস ডে-র শুভেচ্ছা জানান মমতা
- গৈরি লঙ্কেশের মৃত্যুর ঘটনার প্রতিবাদেও সরব হন মুখ্যমন্ত্রী
কলকাতা: সংবাদ মাধ্যমকে নির্ভীক চিত্তে সত্য খবর করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে শুক্রবার সকালে সাংবাদিকদের ন্যাশনাল প্রেস ডে-র শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মনে করিয়ে দেন সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাই সাংবাদিকদের উচিত ভয় না পেয়ে সত্য সংবাদ পরিবেশন করা। নিজের বক্তব্যের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতার ইংরাজি তর্জমায় জুড়ে দেন তিনি। সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিয়েও আগেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। একাধিকবার তিনি অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমকে গায়ের জোরে নিয়ন্ত্রণ করতে চাইছে মোদী সরকার। শুধু তাই নয় সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বলেও তাঁর অভিযোগ।
এ রাজ্যেই সদ্যজাতদের জন্য সবচেয়ে বেশি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আছেঃ মমতা
বছর খানেক আগে বেঙ্গালুরুতে নিজের বাড়িতে আততায়ীর গুলিতে খুন হন সাংবাদিক গৈরি লঙ্কেশ। ঘটনার পর প্রথম থেকেই দাবি ওঠে উগ্র দক্ষিণপন্থী শক্তিদের বিরুদ্ধে কলম ধরেছিলেন বলেই তাঁর প্রাণ গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে সরব হয় দেশের সংবাদ মাধ্যম। কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দেয় প্রেসক্লাব। সেই মিছিলেরও একেবারে প্রথমে ছিলেন মমতা। এরপরও নানা সময়ে মোদী সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের উপর খবরদারির অভিযোগ আনেন মমতা। আর এদিন সাংবাদিকদের ভয় না পেয়ে কাজ করার পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো।