কলকাতা: লোকসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বাধীনতা দিবসের সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রাজা বসন্ত রায় রোডের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সন্ধ্যা ছটা থেকে প্রায় চল্লিশ মিনিট সেখানেই ছিলেন তৃণমূল সুপ্রিমো।
মমতার সঙ্গে সোমনাথের সম্পর্কের ইতিহাস অনেকেই জানেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনে সোমনাথকে হারিয়েই সংসদীয় রাজনীতিতে পা রাখেন মমতা। কিন্তু পরে দুজনের সম্পর্ক সহজ হয়। রাজ্যে পালা বদলের পর দুজনের মধ্যে সৈজন্য সাক্ষাৎও হয়েছে বেশ কয়েকবার।
মৃত্যুর খবর শুনেই সোমবার হাসপাতালে গিয়েছিলেন মমতা। শুধু তাই নয় শেষযাত্রার আয়োজনও করেছিলেন তিনি নিজে। এরপর বুধবার বাড়ি গেলেন তিনি। প্রয়াত নেতার স্ত্রী রেনু চট্টোপাধ্যায়, মেয়ে অনুশিলা বসু এবং ছেলে প্রতাপ চট্টোপাধ্যায়য়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আপাতত এই সাক্ষাৎ সব দিক থেকে সৌজন্যমূলক। কিন্তু এর নেপথ্যে রাজনৈতিক অঙ্ক যে নেই তেমনটা ভাবা ঠিক নয় বলেই মনে করে রাজনৈতিক মহলের একটি বড় অংশ।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)