This Article is From Jan 13, 2019

মায়াবতী ও অখিলেশের জোটকে স্বাগত জানালেন মমতা

শনিবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে মায়াবতী-অখিলেশের জোটকে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
অল ইন্ডিয়া

ফাইল চিত্র।

দীর্ঘদিনের যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি লোকসভা নির্বাচনের ঠিক আগে একে অপরের দিকের বন্ধুত্বের হাত বাড়িয়ে উত্তরপ্রদেশে গড়ে তুলল মহাজোট৷ যেখানে কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই৷ আজ পাশাপাশি বসে সাংবাদিক সম্মেলন করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী লখনউতে এই ঘোষণা করেন।  উত্তরপ্রদেশের ৮০'টি লোকসভা আসনের মধ্যে মোট ৩৮'টি আসনবন্টন করবে এই দুই হেভিওয়েট দল। 

অশান্তির জেরে স্ত্রী ও দুই কন্যাকে অ্যাসিড ছুঁড়ে আটক অভিযুক্ত স্বামী

এই জোটকে স্বাগত জানিয়েছেন দেশের বহু নেতা। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। শনিবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে মায়াবতী-অখিলেশের জোটকে স্বাগত জানান তিনি।

Advertisement

টুইট করে মমতা লেখেন, "আমি সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির এই জোটকে স্বাগত জানাই। লোকসভা নির্বাচনে এই জোট ভালো ফল করুক, তার কামনা করি"।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement