This Article is From Sep 06, 2019

Bank Merger: ব্যাঙ্ক সংযুক্তিকরণ নিয়ে ক্ষুব্ধ মমতা চিঠি লিখলেন মোদিকে

ব্যাঙ্ক সংযুক্তিকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Bank Merger: ব্যাঙ্ক সংযুক্তিকরণ নিয়ে ক্ষুব্ধ মমতা চিঠি লিখলেন মোদিকে

নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই চিঠিতে ব্যাঙ্ক সংযুক্তিকরণ (Bank Merger) নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মমতা। পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ প্রসঙ্গে মমতা জানিয়েছেন, এই সংযুক্তিকরণ এবং ব্যাঙ্কের হেড কোয়ার্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের ফলে রাজ্যের উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে। ৩০ আগস্টের ওই ঘোষণা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আর্জি জানান ব্যাঙ্ক সংযুক্তিকরণ না করতে। তিনি লেখেন, ‘‘আমি গভীরভাবে উদ্বিগ্ন এটা জানতে পেরে যে, কলকাতার দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ হচ্ছে দিল্লি ও চেন্নাইয়ের হেড কোয়ার্টারের সঙ্গে। রাজ্য সরকার বা ব্যাঙ্কের ম্যানেজমেন্টের সঙ্গে কথা না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।''

এই সংযুক্তিকরণের সিদ্ধান্তের ফলে রাজ্যের উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে বলেও মমতা তাঁর চিঠিতে লেখেন।

বিধানসভায় হাতাহাতি! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শান্ত উত্তেজিত তৃণমূল ও কংগ্রেস বিধায়করা

ওই দুই ব্যাঙ্কের কর্মীদের ভবিষ্যৎ সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘‘আমি তীব্রভাবে আর্জি জানাচ্ছি, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং এলাহাবাদ ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাঙ্ককে সংযুক্তিকরণ করে এই দুই ব্যাঙ্কের হেড কোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত না নিতে।''

এনআরসি নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদে নামবে তৃণমূল কংগ্রেস

৩০ আগস্ট বিজেপি সরকার ঘোষণা করে, সংযুক্তিকরণের মাধ্যমে চারটি ব্যাঙ্ক হবে। ২৭ থেকে ব্যাঙ্কের সংখ্যা নামিয়ে আনা হবে ১২-তে। ইউনাইটেড ব্যাঙ্ক ও ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের সংযুক্তিকরণ হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.