নিউ আলিপুরের একটি পুজোর থিম গান লিখেছেন মুখ্যমন্ত্রী
কলকাতা: কলকাতার দুর্গা পুজো মানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা সৃজনশীলতার ছাপ প্যান্ডেলে প্যান্ডেলে। কোথাও কবিতা লিখছেন তিনি কোথাও আবার গান। দুর্গাপুজো মানেই মুখ্যমন্ত্রীর শিল্পকর্মের বর্ণাঢ্য প্রদর্শনী!
এই দেশের প্রতি সাঁওতাল সম্প্রদায়ের মানুষদের ভূমিকা নিয়ে একটি কবিতা লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের একটি পুজোর প্যান্ডেলে কাঠের উপর খোদাই করে লেখা হবে। আবার অন্যদিকে, নিউ আলিপুরের একটি পুজোর থিম গান লিখেছেন মুখ্যমন্ত্রী।
সাঁওতালি ভাষার কবিতা- 'জোই জিতকৌর দেবান মেনা' (বলুন, আমরা জয়ী হব) বাংলায় অনুবাদ করা হবে এবং কাঠের উপর খোদাই করে করে সাজানো হবে ভবানীপুরের স্বাধীন সঙ্ঘের পুজোয়।
সাঁওতালি কবিতা ছাড়াও, প্যান্ডেলে ঢোকার পথেই দেখা যাবে কর্মরত সাঁওতালি মানুষদের বড় বড় মূর্তি, সোমবার জানিয়েছেন ভবানীপুরের স্বাধীন সংঘ পুজো কমিটির সচিব অসীম কুমার বসু।
তিনি আরও বলেন, "এই পুজোর প্যান্ডেলের মূল বিষয় হল আমাদের দেশে সাঁওতাল মানুষদের ভূমিকা, স্বাধীনতা লড়াইয়ে তাঁদের অবদান এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এলাকায় বসবাসকারী সাঁওতালি মানুষদের জীবনধারা সম্পর্কে সচেতনতা সৃষ্টি।” স্বাধীন সংঘ পূজো কমিটি গতবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সবুজ’ কবিতার উপর ভিত্তি করেই নিজেদের থিম তৈরি করেন। পরিবেশ সংরক্ষণই ছিল যার মূল বিষয়। দক্ষিণে 'সুরুচি সংঘ'র পুজোর থিম গানও লিখেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, গানের কথাগুলি ‘আগমনী’ সুর ও আগমনীর বিষয়টিকে মাথায় রেখেই তৈরি। পুজোর থিম মিউজিকে আগমনী ভাব আনাই মূল লক্ষ্য। এর আগে একটি অনুষ্ঠানে তিনি জানান, “আমাকে অরূপ বিশ্বাস (মন্ত্রী) অনুরোধ করে, ওর সুরুচি সঙ্ঘের দুর্গা পুজোর জন্য একটা গান লিখে দিতে, আমি তাই ভাবলাম আগমনী গানের সেই ভাবটাই ফুটিয়ে তুলতে হবে। আমার গানের মধ্যে 'যা দেবী সর্বভূতেষু' জাতীয় কথা গুলো রেখেছি। আশা করি প্রত্যেকের পছন্দ হবে।”
জনপ্রিয় গায়ক ও পশ্চিমবঙ্গের সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন এই গানটি গেয়েছেন। গতবছরেও সুরুচি সঙ্ঘের জন্য থিম গান লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।