This Article is From Sep 18, 2019

আদালত চত্বরেই স্ত্রীকে খুন, গ্রেফতার স্বামী

আদালত চত্বরেই (Court Premises) স্ত্রীকে ছুরির আঘাতে হত্যা (Murder) করল স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রাজস্থানের (Rajasthan) দৌসা জেলায়।

আদালত চত্বরেই স্ত্রীকে খুন, গ্রেফতার স্বামী

আদালত চত্বরেই স্ত্রীকে ছুরির আঘাতে হত্যা করল স্বামী। (প্রতীকী)

জয়পুর:

আদালত চত্বরেই (Court Premises) স্ত্রীকে ছুরির আঘাতে হত্যা (Murder) করল স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রাজস্থানের (Rajasthan) দৌসা জেলায়। বুধবার সকালে সেখানে ৫০ বছরের এক গৃহবধূকে আদালত চত্বরেই খুন হতে হল স্বামীর হাতে। পুলিশ জানিয়েছে, ‘‘অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে অমরচাঁদ হিসেবে। নিহত মহিলার নাম শীলা দেবী।'' কোনও সমস্যার কারণেই ওই দম্পতি আদালতে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে।

দু'টি পৃথক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বীরভূম ও আসানসোলে

পুলিশ জানিয়েছে, ‘‘আক্রান্ত মহিলাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্ত অমরচাঁদকে আটক করা হয়েছে। তাকে জেরা করা হচ্ছে বিস্তারিত তথ্যের জন্য।''

.