ধৃত ব্যক্তির কাছে ৮ লক্ষ টাকারও বেশি মূল্যের সোনা ছিল। (ফাইল)
কলকাতা: ৮ লক্ষ টাকারও বেশি মূল্যের সোনাসমেত (Gold Smuggling) কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) ধরা পড়লেন এক যাত্রী। ঘোড়ার বর্জ্যের প্যাকেটে ওই সোনা নিয়ে যাচ্ছিলেন তিনি। শুক্রবার বিমানবন্দর কর্তৃপক্ষ একথা জানিয়েছে। ধৃতের নাম অঙ্গুস্বামী রামাইয়া। বয়স ৪১। তিনি মায়ানমার থেকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন। তাঁর সঙ্গে মোট ২১৫ গ্রাম সোনা ছিল। তাকে আটক করা হয়েছে।
এক বর্ষীয়ান আধিকারিক জানিয়েছেন, ‘‘চারটি সোনার বাট পাওয়া গিয়েছে। এদের সম্মিলিত ওজন ১৬২.১ গ্রাম। কার্বন পেপারে মোড়ানো ছিল সেগুলি। চারটি আলাদা ঘোড়ার বর্জ্যের প্যাকেটে রাখা ছিল। এছাড়াও তার ওয়ালেট থেকে আরও একটি সোনার বাট মিলেছে।''
সিআইএসএফ কর্মীদের সন্দেহ হওয়ায় তাঁরা ওই ব্যক্তিকে জেরা করা শুরু করেন। ধৃত ব্যক্তি চেন্নাই যাও?আর বিমান ধরতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।
ধৃত ব্যক্তিকে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, তাঁর কাছে মোট ৮.২০ লক্ষ টাকার সোনা পাওয়া গিয়েছে।