কথার মধ্যেও একাধিক অসঙ্গতি খুঁজে পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়।
হাইলাইটস
- ৩৮ লক্ষ টাকার নগদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জিআরপি
- কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা পেলেন সেটা বলতে না পারায় গ্রেফতার
- তাঁর কথার মধ্যেও একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছেন তদন্তকারীরা
কলকাতা: ট্রেন থেকে ৩৮ লক্ষ টাকার নগদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জিআরপি। কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা তিনি পেলেন সেটা বলতে না পারাতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে রবিবার পুরী- কামাক্ষ্যা এক্সপ্রেস খড়গপুর স্টেশনে পৌঁছনোর পর রুটিন তল্লাশি শুরু করে জিআরপি। তখনই এই ব্যক্তির থেকে এত পরিমাণ নগদ উদ্ধার হয়।
হ্যালকে এক লাখ কোটি টাকার অর্ডার দিয়েছেব প্রমাণ করতে না পারলে পদ ছাড়ুন নির্মলা দাবি রাহুলের
কিন্তু টাকা কোথা থেকে পেলেন তা বলতে পারেননি ওই ব্যক্তি। পাশাপাশি এ সংক্রান্ত কোনও নথি বা কাগজপত্রও দেখাতে পারেননি তিনি।
তাছাড়া তাঁর কথার মধ্যেও একাধিক অসঙ্গতি খুঁজে পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর আজ-ই আদালতে পেশ করা হবে তাঁকে। তার আগে ধৃতকে টানা জেরা করা হচ্ছে। ওই ব্যক্তি কোনও অপরাধ চক্রের সঙ্গে জড়িত কিনা সেটা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি নোট গুলিও পরীক্ষা করে দেখা হচ্ছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)