This Article is From Feb 24, 2019

অস্ত্র পাচার করতে গিয়ে ধৃত এক ব্যক্তি

পুলিশ জানিয়েছে, হুমায়ুন শেখ জানিয়েছে, কালিয়াচক পৌঁছে ৯এমএম পিস্তলগুলি তৈরির পরিকল্পনা ছিল তার।

অস্ত্র পাচার করতে গিয়ে ধৃত এক ব্যক্তি

ধৃত হুমায়ুন শেখ কলকাতা থেকে মালদা যাচ্ছিল। (ফাইল ছবি)

বহরমপুর:

পিস্তল সহ মুর্শিদাবাদের বড়ঞ্যা থেকে মালদার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন  এক পুলিশ আধিকারিক। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত হুমায়ুন শেখ কলকাতা থেকে মালদা যাচ্ছিল।

তিনি জানিয়েছেন, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ভাঙাচোরা অবস্থায় ২০ টি ৯এমএম পিস্তল, চারটি ৭ এমএম পিস্তল, ১০ টি বুলেট এবং ৮ টি ম্যাগাজিন।জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে এই সমস্ত সামগ্রি কিনেছিল মালদার কালিয়াচকের বাসিন্দা হুমায়ুন শেখ।কলকাতা থেকে উত্তরবঙ্গ রাজ্য পরিবহন সংস্থার বাসে কলকাতা থেকে মালদা যাচ্ছিল সে, বর্ধমানের যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়।

প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়া প্রেমিককে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ!

পুলিশ সুপার বলেন, “৩১ জানুয়ারি গ্রেফতার হওয়া দুই ব্যক্তির থেকে তথ্য পাওযার পর, হাওড়া থেকে আমাদের লোক ওকে লক্ষ্য করছিল”।

অস্ত্রগুলি সে কেন তৈরি করছিল, তা জানাতে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, হুমায়ুন শেখ জানিয়েছে, কালিয়াচক পৌঁছে ৯এমএম পিস্তলগুলি তৈরির পরিকল্পনা ছিল তার।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.