This Article is From Sep 09, 2019

ক্যাচ-কট-কট! চলন্ত রোলার কোস্টারে বসেই উড়ন্ত মোবাইল মুঠোবন্দি....

খেলার মাঠ নয়! চলন্ত রোলার কোস্টার! তাতে বসেই মাটি থেকে ১৩০ কিমি ওপরে মোবাইল ফোন লুফলেন স্যামুয়েল কেম্প। বিস্ময়ে হতবাক হয়ে যাওয়ার মতো এই ঘটনা ঘটেছে স্পেনে।

ক্যাচ-কট-কট! চলন্ত রোলার কোস্টারে বসেই উড়ন্ত মোবাইল মুঠোবন্দি....

ক্যাচ কট কট!

খেলার মাঠ নয়! চলন্ত রোলার কোস্টার (Roller Coaster)! তাতে বসেই মাটি থেকে ১৩০ কিমি ওপরে মোবাইল ফোন (Flying Phone) লুফলেন স্যামুয়েল কেম্প। বিস্ময়ে হতবাক হয়ে যাওয়ার মতো এই ঘটনা ঘটেছে স্পেনে। স্যামুয়েল নিউ জিল্যান্ডের (New Zealand) তিমারুর বাসিন্দা। স্যামুয়েলের এই অবাক করা কীর্তি জনৈক ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দেন সোশ্যালে। বুধবার সেই ভিডিও দেখে সবাই স্যামুয়েলের প্রশংসায় পঞ্চমুখ। এখনও পর্যন্ত ৪ লক্ষ মানুষ এই ভিডিও দেখেছেন।

২৩০০০ জরিমানা দিয়ে ১৫০০০-এর স্কুটি কেন ফেরত পেতে চান চালক?

খবর, মিস্টার কেম্প স্পেনে এসেছিলেন  ফিস্টবলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যোগ দিতে। তখনই তিনি ঠিক করেন সপরিবারে অ্যাভেনচুরা থিম পার্কে যাবেন। সেখানে গিয়ে রোলার কোস্টারে চড়ার পরেই এই কাণ্ড। হঠাৎ-ই ওপর থেকে পড়তে থাকা একটি মোবাইল নজরে আসতেই তালুবন্দি করেন তিনি। সবাই এর জন্য স্যামুয়েলের স্পোর্টসম্যানশিপকেই ধন্যবাদ দিচ্ছেন।

রোলার কোস্টার চালু হওয়ার আগে পর্যন্তও কেউ জানত না এমন ঘটনা ঘটবে। স্যামুয়েল তাঁর স্ত্রীকে নিয়ে বসে রোলার কোস্টারে। কোস্টার চালু হতেই আচমকা আগে বসা যাত্রীর ফোন হাত থেকে পড়ে যায়। হাওয়ায় ভাসতে ভাসতে ভাসতে সেই ফোন তাঁর পাশে আসা মাত্র লুফে নিন তিনি।

পাকিস্তানে খনন কার্য, মাটির নিচ থেকে কী পাওয়া গেল!

দেখুন সেই ভিডিও

ভিডিও দেখে বিস্মিত নেটিজেনদের হাজার হাজার মন্তব্যে উপচে পড়ছে কমেন্ট বক্স।

বেশির ভাগ বলছেন, এই অবিশ্বাস্য ঘটনা চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। অনেকদিন পরে ভালো একটি দৃশ্য দেখা গেল। 

যাঁর ফোন তিনিও বুঝতে পারেননি এভাবে অক্ষত অবস্থায় ফের পাবেন মুঠোফোনকে। রোলার কোস্টার মাটি ছুঁতেই আনন্দে স্যামুয়েলকে জড়িয়ে ধরেন সেই ব্যক্তি।

Click for more trending news


.