This Article is From Dec 27, 2018

বিমানের শৌচাগারে ধুমপান করে আটক যাত্রী

এক ব্য়ক্তিকে বিমানের শৌচালয়ে ধুমপান করতে দেখেন কেবিন ক্রু । তখনই তাঁকে বারণ করা হয়।

বিমানের শৌচাগারে ধুমপান করে আটক যাত্রী

ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্ত যাত্রীকে তুলে দেওয়া হয়েছে নিরাপত্তাকর্মীদের হাতে

হাইলাইটস

  • বড়দিনে বিমানের শৌচাগারে ধুমপান করে আটক যাত্রী
  • ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্ত যাত্রীকে তুলে দেওয়া হয়েছে নিরাপত্তাকর্
  • বিমান সুরক্ষা নীতি অনুযায়ী ডোমেস্টিক উড়ানে ধুমান নিষিদ্ধ ।
পানাজি:

ইন্ডিগো বিমানের শৌচাগারে ধুমপান করে হাতেনাতে ধরা পড়লেন এক যাত্রী।  ইন্ডিগোর 6E-947 বিমানটি আহমেদাবাদ থেকে গোয়া যাচ্ছিল। হঠাৎই  সিগারেটের গন্ধ বের হতে থাকে। তখনই ওই ব্য়ক্তিকে জিজ্ঞাসাবাদ করেন বিমানের কর্তব্য়রত কর্মীরা। বিমান সুরক্ষা নীতি অনুযায়ী ডোমেস্টিক উড়ানে ধুমপান নিষিদ্ধ ।

ধুমপানের বিষয়টি নজরে আসতেই পুরো বিষয়টি প্রথমে ক্যাপ্টেনকে জানান বিমানের এক কর্মী। পাশাপাশি ধুমপান রত যাত্রীকেও বিমান সুরক্ষা নীতির পুরো বিষয়টি জানানো হয়।

বিমানটি গোয়ায় অবতরণ করতেই পুরো বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়। ইতিমধ্যেই অভিযুক্ত যাত্রীর নামে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত যাত্রীকে নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।


বিমানে যাত্রীদের ধুমপানের এই প্রথম নয়। গত সপ্তাহেই ভিস্তারার বিমানের এক যাত্রী জোর করে ধুমপান করতে চাওয়ায় তিন ঘন্টা দেরী হয় ।

.