This Article is From Dec 17, 2018

নিজের দুর্গন্ধময় মোজা রোজ শুঁকে ফুসফুসে সংক্রমণ বাঁধালেন এক ব্যক্তি

ওই ব্যক্তির নিয়মিত নিজের মোজা শুঁকে দেখার বদ অভ্যাস থেকেই এই রোগটি শরীরে বাসা বেঁধেছে বলে জানান চিকিৎসকেরা

নিজের দুর্গন্ধময় মোজা রোজ শুঁকে ফুসফুসে সংক্রমণ বাঁধালেন এক ব্যক্তি

মোজা থেকে শরীরে রোগ বাঁধিয়েছেন চিনের এক ব্যক্তি

প্রত্যেক দিন কাজ থেকে ফিরে এসে নিজেরই দুর্গন্ধময় মোজা শুঁকে দেখতেন চিনের এক বাসিন্দা। ভাবতেও পারেননি এর ফলাফল কী হতে পারে। শেষমেষ ফুসফুসের সংক্রমণ বাঁধিয়েছেন তিনি। মোজায় প্রতিদিনের জমে থাকা ঘাম তার শরীরে প্রবেশ করে ফুসফুসের সংক্রমণ তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

বিয়ে নিয়ে সরাসরি মুখ খুললেন পরীণিতি চোপড়া

ঝাংঝোউয়ের একটি হাসপাতালে ওই ব্যক্তি আপাতত ভর্তি রয়েছেন। সেখানকার এক চিকিৎসক স্থানীয় সাংবাদিকদের জানান, ওই ব্যক্তির নিয়মিত নিজের মোজা শুঁকে দেখার বদ অভ্যাস থেকেই এই রোগটি শরীরে বাসা বেঁধেছে।

২০১৮ সালের মিস ইউনিভার্সের মুকুট মাথায় উঠল ফিলিপিন্সের ক্যাটরিওনা এলিসা গ্রে

সাংঘাইস্টের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তির ইমিউনিটি ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছিল রাত জাগার কারণে। ছোট শিশুর দেখাশোনার দায়িত্ব থাকায় তিনি খুব কমই ঘুমনোর সুযোগ পেতেন।

তবে দুর্গন্ধময় মোজা থেকে এমন রোগের আমদানির খবর প্রথম বার জানা গেলেও মোজার কারণে উপদ্রবের ঘটনা এটাই প্রথম নয়। গত বছর ডিসেম্বরে দিল্লিতে এক ব্যক্তি নিজের দুর্গন্ধময় মোজা নিয়ে অসভ্যতা শুরু করায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

আরও খবর পড়ুন এখানে

Click for more trending news


.