This Article is From Sep 08, 2019

অসুস্থ হয়ে বিমানবন্দরেই মৃত্যু হল এক ব্যক্তির

ভুবনেশ্বর-কলকাতা স্পাইসজেটের বিমানে যাত্রার সময় রবিবার অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। শ্বাসকষ্টের কথা জানানোর সঙ্গে সঙ্গেই বিমানটিকে ভুবনেশ্বরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বলে খবর।

অসুস্থ হয়ে বিমানবন্দরেই মৃত্যু হল এক ব্যক্তির

বিমানবন্দরেই মৃত্যু

হাইলাইটস

  • শ্বাসকষ্টের কথা জানাতেই উড়ানটি ভুবনেশ্বরে ফিরিয়ে আনা হয়েছিল
  • বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অসুস্থ যাত্রীকে
  • হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মৃত বলে ঘোষণা করে
ভুবনেশ্বর:

ভুবনেশ্বর-কলকাতা স্পাইসজেটের বিমানে (Bhubaneswar-Kolkata SpiceJet Flight) যাত্রার সময় রবিবার অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। শ্বাসকষ্টের কথা জানানোর সঙ্গে সঙ্গেই বিমানটিকে ভুবনেশ্বরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বলে খবর। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, তড়িঘড়ি ওই যাত্রীকে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে।

রোগীকে পরীক্ষার পরে হাসপাতালের তরফ থেকে ডাঃ রথ তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আপাতত, তাঁর দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে রাখা রয়েছে।   

খবর, ৪৮ বছরের অশোক কুমার শর্মা নামক ওই যাত্রী অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে স্পাইস জেটের বিমান ৬২৩-কে সকাল ১১ টা ১৫ মিনিটে নামিয়ে আনা হয় । এরপরেই তাঁকে প্রথমে বিমানবন্দরের চিকিৎসা কেন্দ্রে ও পরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

.