This Article is From Jul 30, 2018

সেইলের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেফতার এক

সেইলের আধিকারিক পরিচয় দিয়ে একটি  বিজনেজ ওয়েব পোর্টালের সাহায্যে  কোটি কোটি টাকা  প্রতারণার অভিযোগে শনিবার এক ব্যক্তিকে গ্রেফতার করা হল।  

সেইলের আধিকারিক পরিচয় দিয়ে  প্রতারণা, গ্রেফতার এক

সেইলের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা। (প্রতীকী ছবি )

কলকাতা:

সেইলের আধিকারিক পরিচয় দিয়ে একটি  বিজনেজ ওয়েব পোর্টালের সাহায্যে  কোটি কোটি টাকা  প্রতারণার অভিযোগে শনিবার এক ব্যক্তিকে গ্রেফতার করা হল।     

পশুপতি ইঞ্জিয়ারিং নামে ভিন রাজ্যের  একটি সংস্থার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পন্ডিচেরি পুলিশ রাজ্য গোয়েন্দা সংস্থার দ্বারস্থ হয়। তারপর সিআইডি ও সে রাজ্যের পুলিশের একটি দল ই এম বাইপাসের হোটেল থেকে  শ্যাম মিত্র নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তার বাড়ি দুর্গাপুরে।   

সূত্রের খবর জেরায় ওই ব্যক্তি জানিয়েছে সে নিজেকে সেইল-এর এজিএম পরিচয় দিয়ে অনলাইনে বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করত। তারপর নানা কৌশলে সেইল-এর সামগ্রী বিক্রি করার নামে  মোটা টাকা হাতিয়ে নিত।  তদন্তকারীদের অনুমান গত চার বছর ধরে সে এই লোক ঠকানোর কারবার চালাচ্ছে।

.