বেজিং: শুধু খুন (killing wife) করেই ক্ষান্ত হয়নি স্বামী। ১০০ দিন ধরে স্ত্রীর সেই দেহ লুকিয়ে ( hiding body) রেখেছিল ফ্রিজারে (killing wife)। ঘটনা প্রকাশ্যে আসতেই চরম বিধান দেয় আদালত। কোর্টের রায় অনুযায়ী ওই ব্যক্তির শাস্তি হয় মৃত্যুদণ্ড। আদালতের রায়ের বিরুদ্ধে এরপরেই পালটা মামলা করে অভিযুক্ত। শুক্রবার, আগের রায়ই বহাল রাখল কোর্ট। এমন নৃশংস ঘটনা ঘটেছে চিনের সাংহাইয়ে। খবর, ৩০ বছরের ইউ শিয়াওডোং জড়িয়ে পড়েছিল পরকীয়ায়। বিভিন্ন জায়গায় তাঁকে একাধিক মহিলার সঙ্গে ঘুরতে দেখা গেছে। অনুমান, সেই সম্পর্কের জেরেই সম্ভবত সে খুন করেছে স্ত্রী ইয়াং লিপিংকে। একই সঙ্গে মৃতার ক্রেডিট কার্ড থেকে সে তুলে নিয়েছে দেড় লাখ ইয়ান। আমেরিকান মুদ্রায় যার পরিমাণ ২১ হাজার ৮০০ ডলার।
সূত্রের আরও খবর, ইয়াং তাঁর মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। তাঁকে খুন করার পর ১০০ দিন পরে তাঁর স্বামী শিয়াংডোকে মৃত্যুদণ্ড (gets death) দেয় কোর্ট। শিয়াংডো এরপরেই গত অগাস্টে সেই রায়ের বিরুদ্ধে সাংহাইয়ের ২ নম্বর ইন্টারমিডিয়েট আদালতে আপিল করে। অভিযুক্তের সেই আবেদন খারিজ করে দিয়ে পুরনো সাজাই আজ বহাল রাখল সাংহাই কোর্ট।