This Article is From Feb 07, 2020

বউদি ও এক বছরের ভাইপোকে খুনের ঘটনায় অপরাধীকে ফাঁসির সাজা কলকাতার আদালতে

এক বছরের শিশুকে হত্যার ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ আখ্যা দিয়ে অভিযুক্ত সত্য সাহাকে ফাঁসির রায় শোনান অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক।

বউদি ও এক বছরের ভাইপোকে খুনের ঘটনায় অপরাধীকে ফাঁসির সাজা কলকাতার আদালতে

শুক্রবার অপরাধীকে ফাঁসির সাজা শোনাল আদালত।

হাইলাইটস

  • ভাইপো ও বউদিকে হত্যার অপরাধে ফাঁসির সাজা অপরাধীকে
  • ২০০৮ সালে সে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছিল
  • বিচারে তার স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের

নিজের ভাইপো ও বউদিকে হত্যার অপরাধে এক ব্যক্তিকে ফাঁসির সাজা শোনাল শহরের এক আদালত। ২০০৮ সালে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে ওই ব্যক্তি তার এক বছরের ভাইপো ও বউদিকে হত্যা করে। এই হত্যাকাণ্ডে যুক্ত থাকায় তার স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এক বছরের শিশুকে হত্যার ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম' আখ্যা দিয়ে অভিযুক্ত সত্য সাহাকে ফাঁসির রায় শোনান অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়। ২০০৮ সালের ১৪ ডিসেম্বর ওই হত্যাকাণ্ড ঘটায় সে ও তার স্ত্রী নন্দিতা। বৃহস্পতিবারই ওই দম্পতিকে দোষী সাব্যস্ত করেছিল আদালত।

বেলেঘাটার সুরেন সরকার রোডে বাস করত সত্য ও তার দাদা বিদ্যুৎ। সম্পত্তি নিয়ে বিবাদে জর্জরিত ছিল তাদের পরিবার। সরকারি আইনজীবী মহম্মদ আবু বকর ঢালি একথা জানিয়েছেন।

এরপরই সত্য তার স্ত্রী নন্দিতার সঙ্গে মিলে বউদি ও তার একমাত্র শিশুপুত্রকে হত্যা করে।

আরজি কর হাসপাতালের কাছে শিশুটির মৃতদেহ উদ্ধার হয়। মহিলার মৃতদেহ মেলে ডানকুনিতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে একটি ঝোপে।

হত্যাকাণ্ডের চার দিনের মধ্যেই নন্দিতা গ্রেফতার হলেও সত্য ছিল পলাতক। পরে ২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি সে গ্রেফতার হয়। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.