ওই যুবকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।
হাইলাইটস
- কোয়ারান্টাইনে থাকা অবস্থায় নগ্নাবস্থায় পথে বেরিয়ে পড়েন ওই যুবক
- তাঁর কামড়ে এক মহিলার মৃত্যু হয়েছে
- যুবকের পরিবার জানিয়েছে, তাঁর মানুসিক অসুস্থতার ইতিহাস রয়েছে
চেন্নাই: শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে কোয়ারান্টাইনে থাকা তামিলনাডুর (Tamil Nadu) এক ৩৫ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠল এক মহিলাকে হত্যা করার। তামিলনাডুর এক গ্রামে কোয়ারান্টাইনে ছিলেন (Quarantined) ওই যুবক। পুলিশ শুক্রবার জানিয়েছে, ওই যুবক নগ্নাবস্থায় নিজের বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে এসে ৮০ বছরের এক মহিলার ঘাড়ে কামড়ে দেন। ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শনিবার তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, চিকিৎসা শুরু হওয়ার পর ওই বৃদ্ধার শারীরিক অবস্থার ক্রমাবনতি হয় এবং তিনি মারা যান।
বাড়িতে জায়গা নেই, কোয়ারান্টাইনে থাকতে বৃক্ষবাসী পুরুলিয়ার সাত শ্রমিক
NDTV-কে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‘অভিযুক্ত মণিকন্দনের মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে। ২০১০ সালে মাদুরাইয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তিনি নিজের সব পোশাক খুলে ফেলে বাড়ি থেকে বেরিয়ে ছুটতে শুরু করেন। এরপর কয়েকশো মিটার দূরে গিয়ে এক বৃদ্ধাকে আক্রমণ করেন তিনি। ওই বৃদ্ধা বাড়ির বাইরে বসেছিলেন।''
লকডাউনের মধ্যে দিল্লি থেকে মধ্যপ্রদেশ পায়ে হেঁটে পৌঁছতে গিয়ে মৃত্যু যুবকের
ওই আধিকারিক আরও বলেন, ‘‘ওই মানুষটির পরিবারের দাবি, শ্রীলঙ্কা থেকে ফেরার পর মণিকঙ্কন চাপে ছিলেন ব্যবসার ক্ষতি নিয়ে। তখন থেকেই তাঁর মানসিক স্বাস্থ্য ভেঙে পড়তে থাকে।''
মণিকন্দনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।