हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 06, 2020

প্রেমের আগুনে নয়, মোমবাতির আগুনে পুড়ে ছারখার হলো প্রেমিকের ঘর, কী করে?

South Yorkshire Fire: বান্ধবীকে ঘরে নিয়ে আসার আগে নিজের অ্যাপার্টমেন্টে প্রচুর মোমবাতি জ্বালিয়ে রেখেছিলেন এক ব্যক্তি,সেখান থেকেই ঘরে আগুন ধরে যায়

Advertisement
অফবিট Edited by

পুড়ে যাওয়া ওই অ্যাপার্টমেন্টের ছবিটি ফেসবুকে শেয়ার করা হয়

Highlights

  • ঘরে মোমবাতি জ্বালিয়ে রেখে বাইরে বের হওয়ার পরেই লেগে যায় আগুন
  • ব্রিটেনের এই ঘটনায় ভাইরাল
  • বান্ধবীকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্যে ঘরে মোমবাতি জ্বালিয়েই ওই ঘটনা

প্রেমের প্রস্তাব (Proposal) দিতে গিয়ে রীতিমতো ঘরে আগুন লাগিয়ে (South Yorkshire Fire) দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে এক ব্যক্তি তাঁর হবু প্রেমিকার আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় করে দিলেন। বান্ধবীকে শখানেকেরও বেশি মোমবাতি জ্বালিয়ে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে ওই কাণ্ড ঘটালেন সাউথ ইয়র্কশায়ার নিবাসী ওই ব্রিটিশ ব্যক্তি। তিনি ঠিক করেছিলেন একেবারে ফিল্মি কায়দায় বান্ধবীকে প্রেম প্রস্তাব দেবেন। বান্ধবীকে ঘরে নিয়ে আসার আগে নিজের অ্যাপার্টমেন্টে প্রচুর মোমবাতি জ্বালিয়ে, বেলুন লাগিয়ে ওয়াইন ভরে চমক দেওয়ার মতো সব প্রস্তুতিই সেরে রেখেছিলেন। কিন্তু নিজেই চমকে গেছিলেন তিনি। কারণ বান্ধবীকে নিয়ে বাড়ি আসার পর দেখলেন যে তাঁর অ্যাপার্টমেন্টটি দাউদাউ করে আগুন (Man Burns Down Apartment) জ্বলছে। সাউথ ইয়র্কশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউয়ের মতে, ওই ব্যক্তি তাঁর বান্ধবীকে গাড়ি করে নিজের বাড়িতে নিয়ে আসার পর দেখেন যে তাঁর ঘরে আগুন লেগেছে। আসলে তিনি যেখানে মোমবাতি জ্বালিয়ে রেখে গেছিলেন তাঁর কাছেই একটি টেবিল ল্যাম্পও জ্বালিয়ে রেখে গেছিলেন। তার ফলে আগুন লেগে যায় তাঁর ঘরে।

জানা গেছে, দমকলের ৩টি ইঞ্জিনের তৎপরতায় ওই আগুনে নেভানো সম্ভব হয়। যদিও তার মধ্যেই ওই ব্যক্তির ঘরের প্রায় সব আসবাবপত্রই পুড়ে ছাই হয়ে যায়।

ওই অ্যাপার্টমেন্টের পুড়ে যাওয়া আসবাবপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই নিজেদের মন্তব্য লেখেন ছবির কমেন্ট সেকশনে। একজন লিখেছেন, "এরপরেও মানুষজন বলবে যে প্রেমে পড়া বিপজ্জনক নয়!" অন্য আরেকজন লেখেন, "কারও সঙ্গেই এই ঘটনা ঘটা উচিত নয়। দুজনেই নিশ্চয়ই খুব ধাক্কা খেয়েছে।"

তবে একটাই স্বস্তির খবর যে, ওই অ্যাপার্টমেন্টে আগুন লাগার কারণে কেউ পুড়ে যাননি। যদিও পরে ছেলেটি বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিলে তিনি সঙ্গে সঙ্গে তাতে সম্মতি দেন ও বিয়ের প্রস্তাবেও "হ্যাঁ" বলে দেন।

Advertisement
Advertisement