ঝাঁপিয়ে পড়ে সারমেয়কে বাঁচান জনি
পোষ্য নিয়ে বাইরে যাচ্ছেন মালকিন। লিফট খুলতেই তিনি সটান ভেতরে। কিন্তু সারমেয় ভেতরে যাওয়ার আগেই বন্ধ লিফটের দরজা। গলার চেন আটকে লিফটের গেটে। সেদিকে হুঁশই নেই মালকিনের। কিন্তু চোখে পড়েছিল Johnny Mathis-এর। সঙ্গে সঙ্গে তিনি ঝাঁপিয়ে পড়ে কুকুরছানার ওপর। তাড়াতাড়ি খুলে দেন বকলস। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ছো্ট্ট প্রাণিটি তখন জনির কোলে উঠে ভয়ে কাঁপছে। এই ভিডিও সোশ্যালে আসতেই ১৮.৯ মিলিয়ান ভিউয়ার্স ছাড়িয়েছে।
Viral Pics: পাওয়ের পুর গুলাব জামুন! মুখে পুরবেন?
সোমবার ২৭ বছরের জনি কাজ থেকে ফেরার পথে এই কাণ্ড দেখেন। তিনি জানান, ২০ সেকেন্ডের মধ্যে গলার বকলস ছাড়িয়েছেন তিনি। না হলে এক অবলা প্রাণীর প্রাণটাই চলে যেত। দেখুন ভিডিও:
ভিডিও দেখে সবাই প্রশংসা করেছে জনির। ধন্যবাদও জানিয়েছে এভাবে ছোট্ট প্রাণীর প্রাণ বাঁচানোর জন্য।
পরে অনলাইনে বকলসটি ফেরত নেন পমেরিয়ান প্রজাতির ওই সারমেয়ের মালকিন। জনি ট্যুইটারে আরও লেখেন, লিফটের গেট বন্ধ হতে দেখেই ওই ভদ্রমহিলা চেঁচাতে শুরু করেন। লিফট যখন আবার নেমে আসে তখন ভয়ের চোটে চোখ বড় হয়ে গেছে তাঁর। ভেবেছিলেন বিশাল কোনও অঘটন ঘটেই গেছে। তিনিও জনিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেছেন, 'আপনি না থাকলে যা হত'!