This Article is From Jul 15, 2018

শিশুপুত্রকে যৌন হেনস্থা, ব্যক্তির যাবজ্জীবনের সাজা

আদালত জানিয়ে দিল শিশুকে বর্বর অত্যাচার সহ্য করতে হয়েছিল আর তাই সাজা কমানোর প্রশ্নই ওঠে না ।  

শিশুপুত্রকে যৌন হেনস্থা, ব্যক্তির যাবজ্জীবনের সাজা

2014 সালের  11 ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে ।

নিউ দিল্লি:

তিন বছরের শিশুপুত্রকে যৌন নির্যাতনের দায় বিনোদ সরেন নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হল । দিল্লি হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। বিচারপতি এস মুরলীধর এবং বিনোদ গোয়েল ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এর আগে নিম্ন আদালত ওই ব্যক্তিকে একই সাজা দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করা হয় । কিন্ত সেটা খারিজ হয়ে গেল । আদালত জানিয়ে দিল শিশুকে বর্বর অত্যাচার সহ্য করতে হয়েছিল আর তাই সাজা কমানোর প্রশ্নই ওঠে না ।    

প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস বা পকসো আইনের ধারা ছাড়াও অপহরণ এবং জোর করে আটকে রাখার মতো অপরাধ প্রমাণ হওয়াতেই শাস্তি পেয়েছে ওই ব্যক্তি। রায় ঘোষণার সময় ডিভিশন বেঞ্চ জানায় শিশুটি এতটাই ছোট যে তাঁকে আদালতে নিয়ে আসা চলে না ।

2014 সালের  11 ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে । তখন শিশুর বয়স ছিল তিন বছরের কিছু বেশি । সেদিন তার বাবা দুপুরে বাড়িতে খেতে এসে দেখেন শিশুটি বাড়ির বাইরে খেলছে। কিন্ত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও শিশুটি বাড়ি না আসায় মধুর বিহার থানায় অভিযোগ দায়ের হয় ।  তদন্ত শুরু করে বাড়ির পাশের একটি জেরক্সের দোকানে খোঁজ  নিয়ে পুলিশ শিশুর সন্ধান জানতে পারে। ছবি দেখেই দোকানদার জানিয়ে দেয় শিশুটিকে বাড়ির ছাদে নিয়ে যাওয়া হয়েছে । সেখানে গিয়ে একটি ঘর খুলতেই শিশুকে দেখতে পাওয়া যায় । সেখানে বিনোদও ছিল। তাকে দেখতে পেয়ে মারধর শুরু করে স্থানীয়রা। কোনও রকমে বিনোদকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।       

প্রথম থেকেই ঘটনার কথা অস্বীকার করেছে বিনোদ। তার দাবি অন্য কেউ শিশুকে অত্যাচার করে তার কাছে দিয়ে গিয়েছিল। কিন্ত পুলিশি তদন্তে এমন কোনও প্রমাণ মেলেনি।  বিচার প্রক্রিয়া শুরু  হয়। নিম্ন আদালত বিনোদকে যাবজ্জীবন সাজা দেয় । সেই রায় ভাল রইল হাইকোর্টেও। পাশাপাশি 7.5 লাখ টাকার ক্ষতিপূরণও দেওয়ার কথা বলেছে আদালত ।  

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.