This Article is From Jul 18, 2019

প্রতিশোধ নিতে বাড়ির সামনে বৈদ্যুতিক তার, মৃত্যু তিনজনের

বৃহস্পতিবার অভিযুক্ত আকড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় খুঁজে পান স্থানীয় বাসিন্দারা। বেধড়ক মারধর করে তাঁকে পুলিশর হাতে তুলে দেয় উত্তেজিত জনতা।

প্রতিশোধ নিতে বাড়ির সামনে বৈদ্যুতিক তার, মৃত্যু তিনজনের

অভিযুক্তকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। (ফাইল ছবি)

মহেশতলা:

প্রতিশোধ নিতে এক ব্যক্তির পাতা ফাঁদে মৃত্যু হল তিনজনের, অগ্নিদগ্ধ ৬ জন। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকায় ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। দিন পনেরো আগে এক ব্যক্তির স্ত্রী অন্যজনের সঙ্গে পালিয়ে যায়। তাঁদের দুজনের মধ্যে বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বাড়ির সামনে বিদ্যুৎ-এর তার পেতে রেখেছিলেন। সেই সময় বাইরে শুকতে দেওয়া কাপড়ে আগুন লেগে যায়। সেই আগুন নেভাতে গেলে বিদ্যুস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয় এবং ৬ জন আহত হন বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্ত আকড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় খুঁজে পান স্থানীয় বাসিন্দারা। বেধড়ক মারধর করে তাঁকে পুলিশর হাতে তুলে দেয় উত্তেজিত জনতা।

‘চরিত্র' নিয়ে সন্দেহ! ১৯ বছরের প্রেমিকার মাথা থেঁতলে মেরে ফেলল প্রেমিক

অভিযুক্তকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে, আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.