This Article is From May 19, 2020

সিংহের সঙ্গে সেলফি তুলে হিরো সাজার চেষ্টা! ঝুঁকির সাজা পেলেন যুবক

ওই ব্যক্তি সিংহদের কাছে গিয়ে সেলফি তুলতে থাকেন। আবহে বাজতে থাকে বলিউডের গান।

সিংহের সঙ্গে সেলফি তুলে হিরো সাজার চেষ্টা! ঝুঁকির সাজা পেলেন যুবক

ঝুঁকিপূর্ণ ভাবে সিংহের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায় ওই যুবককে।

টিকটকে (TikTok) রোজই নানা ভিডিও ভাইরাল (Viral Video) হয়। কোনও কোনও ভিডিও দেখে সকলে হেসে লুটোপুটি খায়। আবার কোনও কোনও ভিডিও এমন বিতর্কি হয়ে যায় যে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়। সম্প্রতি টিকটক ব্যবহারকারী ফয়জল সিদ্দিকির এক ভিডিও সরিয়ে নেন টিকটক কর্তৃপক্ষ। কেননা সেই ভিডিওয় ফয়জল অ্যাসিড হামলাকে প্রোমোট করেছিলেন‌। এরকমই আরও এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে এক ব্যক্তিকে ঝুঁকিপূর্ণ ভাবে এক সিংহের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায়। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ভারতীয় বন বিভাগের আধিকারিক প্রবীণ কাসওয়ান টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওয় দেখা যাচ্ছে, এক ব্যক্তির সামনে দুই সিংহ বসে রয়েছে। ওই ব্যক্তি সিংহদের কাছে গিয়ে সেলফি তুলতে থাকেন। আবহে বাজতে থাকে বলিউডের গান। প্রবীণ কাসওয়ান জানিয়েছেন, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 
দেখে নিন ভিডিওটি:

ভিডিওটি প্রবীণ ১৯ মে শেয়ার করেন। এখনও পর্যন্ত ৫ হাজারেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। ভিডিওটি দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন এবং ওই ব্যক্তির অকারণ দুঃসাহসেরও সমালোচনা করেন। 

Click for more trending news


.