This Article is From Jan 28, 2019

কচ্ছপ বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তি

আধিকারিকদের মতে, গদাধর বর্মণ নামে এক ব্যক্তিকে খাকুড়দহ বাজারে কচ্ছপ বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

কচ্ছপ বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তি

১৯টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে

হাইলাইটস

  • মেদিনীপুর জেলার খাকুরদহ বাজার থেকে রবিবার ১৯টি কচ্ছপ উদ্ধার হল
  • গদাধর বর্মণ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে
  • এ ধরনের প্রাণী বিক্রি করা দণ্ডনীয় অপরাধ।’’—বলেন রেঞ্জ অফিসার সর্বাণী দাশ
মেদিনীপুর, পশ্চিমবঙ্গ:

পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার খাকুরদহ বাজার থেকে রবিবার ১৯টি কচ্ছপ উদ্ধার করলেন বেলদা ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকেরা। কচ্ছপ বিক্রির ঘটনায় ঘটনায় যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বপ্ন পূরণ করতে না পারলে মানুষ জবাব দিতে পারে, মন্তব্য নিতিন গড়করির

আধিকারিকদের মতে, গদাধর বর্মণ নামে এক ব্যক্তিকে খাকুড়দহ বাজারে কচ্ছপ বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

‘‘আমাদের কাছে খবর ছিল যে খাকুড়দহে কচ্ছপ বিক্রি করার চেষ্টা চলছে। সেই মতো আমরা ওখানে পৌঁছে এক ব্যক্তিকে গ্রেফতার করি এবং কচ্ছপগুলি উদ্ধার করি। গ্রেফতার করা ব্যক্তিকে আদালতে পেশ করা হবে। এ ধরনের প্রাণী বিক্রি করা দণ্ডনীয় অপরাধ।''—বলেন রেঞ্জ অফিসার সর্বাণী দাশ।

লোকসভা নির্বাচনে দেশের ১৪ আসনে প্রার্থী দেবে তৃণমূল

অভিযুক্ত গদাধর বর্মণকে দাঁতন আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও খবর দেখুন এখানে

.