মুকেশের ৭০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। (ছবি প্রতীকী)
কোটা: ১২ বছরের এক কিশোরের যৌন নির্যাতনের অভিযোগে ৩০ বছরের এক যুবককে প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস বা পকসো আইনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। রাজস্থানের কোটা জেলার ঝাদোল গ্রামের ঘটনা এটি। সরকারি আইনজীবী জানান, অভিযুক্ত মুনেশকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার। সে তাকরওয়ারা গ্রামের বাসিন্দা। শুধু যাবজ্জীবন কারাদণ্ডই নয়, তার সঙ্গে মুকেশের ৭০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালে। ঝাদোল গ্রামের কাছেই একটি জনমানসহীন স্থানে ওই কিশোরকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছিল মুনেশ। কিশোরটি মুনেশকে আগে থেকেই চিনত। সেখানে নিয়ে যাওয়ার পরই তার ওপর অকথ্য যৌন নির্যাতন হয়।
ইভিএম কোথায় যাচ্ছে নজরে রাখতে ভোটকর্মীদের গাড়িতে জিপিএস বসাচ্ছে কমিশন
ঘটনার পরেই কিশোরটির পরিবারের সদস্যরা এফআইআর দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনের বিবিধ ধারায় এই মামলা রুজু করা হয়। অবশেষে, বৃহস্পতিবার শাস্তি পেল অভিযুক্ত।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)