Read in English
This Article is From Jun 16, 2018

এক মানসিক প্রতিবন্ধীর পোশাক খুলিয়ে সেই ভিডিও অনলাইনে শেয়ার করা হল এই বাংলায়

পূর্ণ মানসিক বিকাশ হয়নি, এমন এক ব্যক্তির পোশাক খুলিয়ে তার ভিডিও করে সেটিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল নদিয়া জেলায় চারজনের বিরূদ্ধে। শুক্রবার জানাল পুলিশ।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কলকাতা: পূর্ণ মানসিক বিকাশ হয়নি, এমন এক ব্যক্তির পোশাক খুলিয়ে তার ভিডিও করে সেটিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল নদিয়া জেলায় চারজনের বিরূদ্ধে। শুক্রবার জানাল পুলিশ।

“34 বছর বয়সী এক বিবাহিত ব্যক্তি, যিনি স্বাভাবিক জীবনযাপন করলেও পূর্ণ মানসিক বিকাশ হয়নি, তাঁকে তাঁর পরিচিত চারজন ব্যক্তি পরনের পোশাক খুলিয়ে স্রেফ মজা করার জন্য পুরো ঘটনাটির ভিডিও করে সেশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়”, নকশিপাড়া পুলিশ স্টেশনের তদন্তকারী অফিসার এই কথা জানান।

তঁর মতে, এটি অত্যন্ত ন্যক্কারজনক ও বিকৃত মস্তিষ্কের কাজ। এই ঘটনার দায়ে অভিযুক্ত চারজনের নাম- দেবাশিস সর্দার, দেবরাজ হালদার, চাঁদু ও একতার শেখ। অভিযুক্তদের প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে।

গত 11 জুন নদিয়ার নকশিপাড়াতে ঘটনাটি ঘটে। ওই ব্যক্তির স্ত্রী গত বৃহস্পতিবার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পর পুলিশে একটি ডায়েরি করেন।

Advertisement
“আমরা অভিযুক্তদের মোবাইল ফোন ও কম্পিউটার বাজেয়াপ্ত করেছি। ঘটনার তদন্ত এখনও চলছে”। জানান নকশিপাড়া থানার ওই অফিসার।    


(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement