This Article is From Jan 20, 2019

ম্যানেজমেন্ট ছাত্রের দেহ উদ্ধার ক্যাম্পাসেই, আত্মহত্যা না খুন, সংশয়ে পুলিশ

পুলিশ জানিয়েছে, তাজ গুরুগ্রামের সেক্টর ১৭-এর এমডিআইয়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ম্যানেজমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ম্যানেজমেন্ট ছাত্রের দেহ উদ্ধার ক্যাম্পাসেই, আত্মহত্যা না খুন, সংশয়ে পুলিশ

পুলিশ জানিয়েছে, হয় ছেলেটি আত্মহত্যা করেছে না হলে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে

হাইলাইটস

  • মৃতের নাম জুনেইদ তাজ, বয়স ২৩
  • পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ম্যানেজমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি
  • জুনেইদ মাকে শনিবার মেসেজে জানান তিনি দুশ্চিন্তায় রয়েছেন
গুরুগ্রাম:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট ইন্সস্টিটিউটের একজন পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রের দেহ উদ্ধার হল শনিবার সেই ইন্সটিটিউটেরই ক্যাম্পাস থেকে।

মৃতের নাম জুনেইদ তাজ, বয়স ২৩। তিনি দিল্লির বসন্ত কুঞ্জের বাসিন্দা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও ব্রিগেডের ময়দান ভরেনি দাবি বিজেপির

পুলিশ জানিয়েছে, তাজ গুরুগ্রামের সেক্টর ১৭-এর এমডিআইয়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ম্যানেজমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

মৃতের মা পুলিশকে জানিয়েছেন, তিনি শনিবার ছেলের কাছ থেকে একটি মেসেজ পান, সেখানে লেখা ছিল, ‘‘সে প্রবল দুশ্চিন্তার মধ্যে রয়েছে।''

খামোশ! রাম মন্দির নির্মাণ নিয়ে প্রশ্নের জবাব এড়িয়ে মন্তব্য বলিউডের বিশ্বনাথের

‘‘হয় ও আত্মহত্যা করেছে না হলে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।''— মন্তব্য এক পুলিশ অফিসারের।

এমডিআইয়ের এক উচ্চপদস্থ অফিসিয়াল বলেন, ‘‘পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে। আমরা দুর্ঘটনার খবর পেয়েই পুলিশকে জানাই। তদন্তে সর্বোতোভাবে সহায়তা করা হবে।''

আরও খবর দেখুন এখানে

.