Read in English
This Article is From Dec 28, 2018

বায়োপিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জনের মধ্যেই একসঙ্গে কেক কাটলেন মনমোহন-রাহুল

"আমাদের জয়, পরাজয় দুইই আসবে, তবে দেশের গর্ব রক্ষার জন্য আমরা লড়াই চালিয়ে যাব", ট্যুইটারে বার্তা কংগ্রেসের

Advertisement
অল ইন্ডিয়া
নিউ দিল্লি:

অ্য়াক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা শোরগোল অব্যাহত। তারমধ্যেই ১৩৪ বছর পূর্তি উপলক্ষ্যে একসঙ্গে কেক কাটলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। দলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে, কেক কাটছেন রাহুল গান্ধী এবং পরে তা মনমোহন সিংকে পরিবেশনও করছেন। পাশে বসে রয়েছেন দলের দুই বর্ষীয়ান নেতা আহমেদ প্যাটেল এবং মতিলাল ভোরা। ইতিমধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

 

 

Advertisement

 

দলের প্রতিষ্ঠাতা সদস্যদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপনও করেন কংগ্রেস সভাপতি। শুক্রবার সকালে দলের প্রতিষ্ঠাদিবস ছাড়াও আরেকটি বিশেষ দিন ছিল। এদিনই বর্ষীয়ান নেতা একে অ্যান্টনির জন্মদিন। সকালে চা-পার্টিতে ছিল কুকিস, লাড্ডু,চিপস।

Advertisement

 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' নিয়ে প্রশ্নের উত্তর দিলেন না মনমোহন

ট্যুইটারে কংগ্রেস নেতা শশী থারুর লেখেন, সকালের একটি আনন্দঘন মুহুর্ত, কেক কাটছেন রাহুল গান্ধী এবং মনমোহন সিং, এছাড়াও এদিন আরও একটি বিশেষ দিন ছিল, একে অ্যান্টনির জন্মদিন।

Advertisement

 

 

এবারের দলের জন্মদিনটি কংগ্রেসের কাছে আনন্দের। কারণ, কিছুদিন আগেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে জয়লাভ করেছে দল। 

Advertisement

মনমোহনের ছবি ঘিরে তুঙ্গে বিতর্ক, সতর্ক করলেন কংগ্রেস নেতা,চিত্তাকর্ষক দাবি বিজেপির

পরপর বেশ কয়েকটি ট্যুইট করেছেন কংগ্রেস নেতারা। দলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, আমরা জিতব, হারব তবে দেশের  গর্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাব।

Advertisement

১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়।  ২০১৭-এর ডিসেম্বরে দলের সভাপতির পদে আসেন রাহুল গান্ধী। 

 

.

Advertisement